Ashok Dinda Covid Positive: করোনা আক্রান্ত দিন্দা, রয়েছে মৃদু উপসর্গ, বাড়িতেই কোয়ারেন্টিনে
Ashok Dinda Exclusive: সোমবার সামান্য জ্বর ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে করোনা পরীক্ষা করিয়েছিলেন। মঙ্গলবার অশোক দিন্দার করোনা পরীক্ষার ফল পজিটিভ এল। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।
![Ashok Dinda Covid Positive: করোনা আক্রান্ত দিন্দা, রয়েছে মৃদু উপসর্গ, বাড়িতেই কোয়ারেন্টিনে ABP Exclusive: Former cricketer cum politician Ashok Dinda has been tested covid positive, in home quarantine Ashok Dinda Covid Positive: করোনা আক্রান্ত দিন্দা, রয়েছে মৃদু উপসর্গ, বাড়িতেই কোয়ারেন্টিনে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/04/c1366c2ecd8cadcb7d77932164f9dccc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সোমবার সামান্য জ্বর ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে করোনা পরীক্ষা করিয়েছিলেন। মঙ্গলবার অশোক দিন্দার (Ashok Dinda) করোনা পরীক্ষার ফল পজিটিভ এল। এবিপি লাইভকে বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপির বিধায়ক জানালেন, তিনি বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন।
দিন্দা বললেন, 'উদ্বেগের কিছু নেই। কন্যাসন্তানের জন্যই বেশি করে সতর্ক থাকছি। কঠিন সময় যাচ্ছে সকলেরই। সকলে মিলে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। ইতিবাচক থাকুন সকলে।'
করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত বঙ্গ ক্রিকেট। বাংলার রঞ্জি (Ranji Trophy) দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে সাতজন করোনা আক্রান্ত হয়েছিলেন। কোভিড সংক্রমিত হয়েছেন সিএবি-র প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়। এঁদের মধ্যে অভিষেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার। তাঁর ভাইরাল লোডিং বেশি থাকায় হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
সোমবার বিকেলে অভিষেক নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে, তাঁর শরীরে করোনার উপসর্গ রয়েছে। রাতের দিকে পোস্ট করে অভিষেক তাঁর সংক্রমিত হওয়ার খবর জানান। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসা সকলকে সতর্ক থাকার অনুরোধও করেন। মঙ্গলবার তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দিনকয়েক আগে করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি ছিলেন বোর্ড প্রেসিডেন্ট তথা ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়েছেন সৌরভের কাকা তথা সিএবি-র কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়ও। তাঁর জ্বর রয়েছে। তবে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।
আরও পড়ুন: কলকাতায় এসে না খেলেই ফিরছেন সচিন-পুত্র, করোনা টেস্ট নেগেটিভ হওয়ার প্রার্থনা পৃথ্বীদের
সিএবি-তে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে কারণ, রবিবার, ২ জানুয়ারি ইডেনে একটি প্রদর্শনী ম্যাচ হয়েছিল প্রেসিডেন্ট একাদশের সঙ্গে সচিব একাদশের। সেই প্রীতি ম্যাচে খেলেছিলেন অভিষেক, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ সিএবির সমস্ত কর্তারা। তাঁদের মধ্যে দুজনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসায় উদ্বেগ তৈরি হয়েছিল। সেই ম্যাচে ইডেনে গিয়েছিলেন প্রাক্তন পেসার তথা বর্তমান বিধায়ক অশোক দিন্দাও। তারপরে তিনিও কোভিড পজিটিভ হলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)