Subroto Banerjee Exclusive: 'ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে, ঘরোয়া টুর্নামেন্টে সফল হলেই জাতীয় দলে সুযোগ'
ABP Live Exclusive: নির্বাচক কমিটিতে বাংলার কেউ নেই। তবে এক সময় বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা সুব্রতকে নিয়ে আশাবাদী বঙ্গ ক্রিকেট।
সন্দীপ সরকার, কলকাতা: জাতীয় দলের (Team India) জার্সিতে নিজেকে মেলে ধরার পর্যাপ্ত সুযোগ পাননি। একটিই মাত্র টেস্ট খেলেছিলেন। সিডনির সেই টেস্টে তাঁর বলে ফিরেছিলেন মার্ক ওয়, মার্ক টেলর, জেফ মার্শের মতো তিন বাঘা অস্ট্রেলীয় ব্যাটসম্যান। অনেকে মনে করেন, মিডিয়াম পেসার সুব্রত বন্দ্যোপাধ্যায়ের (Subroto Banerjee) আরও সুযোগ প্রাপ্য ছিল।
বাঙালি সেই ক্রিকেটারের হাতেই এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভা খুঁজে আনার দায়িত্ব দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার ঘোষণা করা হল যে, চেতন শর্মার নেতৃত্বাধীন জাতীয় দলের নতুন নির্বাচক কমিটির অন্যতম সদস্য সুব্রত। যে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৫৩ বছরের প্রাক্তন ক্রিকেটার।
'অনেক বড় দায়িত্ব। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ক্রিকেটারদের ওপর নজর রাখতে হবে। বেছে নিতে হবে ভারতের সেরা ক্রিকেট দল। কাজ শুরু করার জন্য আমি মুখিয়ে রয়েছি,' শনিবার সন্ধ্যায় মোবাইল ফোনে এবিপি লাইভকে যখন সুব্রত কথাগুলো বলছিলেন, তখন তিনি বিমানে বসে! মুম্বই থেকে নাগপুর ফিরছিলেন। মুম্বই বিমানবন্দরে তখন বোর্ডিং চলছিল।
ক্রিকেট ছাড়ার পর কোচ হিসাবে আরও বেশি নজর কেড়েছেন সুব্রত। নিজে উঠে এসেছিলেন এমআরএফ পেস ফাউন্ডেশন থেকে। ক্রিকেট ছাড়ার পর তাঁর তত্ত্বাবধানেই বিদর্ভে শুরু হয়েছিল পেস বোলার অ্য়াকাডেমি। যে অ্যাকাডেমি থেকে উমেশ যাদবের মতো তারকার উত্থান। সুব্রত বলছেন, 'আমার একটা সুবিধা হল, খেলা ছাড়ার পরেও কোচিং করিয়েছি। মাঠে মাঠে ঘুরেছি। শুধু বিদর্ভের নয়, গোটা দেশের সমস্ত দলের বেশিরভাগ ক্রিকেটারকেই চিনি। তাই জাতীয় দল নির্বাচনের সময় আমার সুবিধাই হবে।'
তাঁর হাতে তৈরি বিদর্ভ দল পরপর দুই মরসুমে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। সচিন তেন্ডুলকরের ঘনিষ্ঠ বৃত্তে থাকা সুব্রতর হাতেই অর্জুন তেন্ডুলকর তৈরি হয়েছেন। নির্বাচক কমিটিতে বাংলার কেউ নেই। তবে এক সময় বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা সুব্রতকে নিয়ে আশাবাদী বঙ্গ ক্রিকেট। মনে করা হচ্ছে, এবার যদি বাংলার যোগ্য ক্রিকেটারদের জন্য নির্বাচকী বৈঠকে কেউ সওয়াল করেন। সুব্রত বলছেন, 'ঘরোয়া ক্রিকেটে যারা পারফর্ম করবে, তাদের জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য অবশ্যই সওয়াল করব। সে যে রাজ্যের ক্রিকেটারই হোক না কেন।'
ফোন রাখার আগে নতুন নির্বাচক বললেন, 'ক্রিকেট এখন অনেক এগিয়ে গিয়েছে। সেই মতো দলও গঠন করতে হয়। সব ফর্ম্য়াটে ভারসাম্য রাখাটা ভীষণ জরুরি। নির্বাচনী বৈঠকে সেই বিষয়গুলো মাথায় রাখব।'
আরও পড়ুন: মুম্বইয়ের হাসপাতালে পন্থের হাঁটুর সফল অস্ত্রোপচার, রাখা হয়েছে পর্যবেক্ষণে