এক্সপ্লোর
তিন ফর্ম্যাটেই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ
![তিন ফর্ম্যাটেই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ After Champions Trophy Triumph Sarfraz Ahmed To Lead Pakistan In All Three Formats তিন ফর্ম্যাটেই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/05142234/267-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করার পর এবার ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অধিনায়ক নির্বাচিত হলেন সরফরাজ আহমেদ। তিনি আগে একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ফর্ম্যাটে পাকিস্তানের অধিনায়ক ছিলেন। এবার টেস্টেও অধিনায়ক নির্বাচিত হলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয় উপলক্ষে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান ঘোষণা করেন, তিনি সরফরাজকে টেস্টেও অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সরফরাজ সেই প্রস্তাব গ্রহণ করেছেন।
২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের পর শাহিদ আফ্রিদির বদলে পাকিস্তানের টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হন উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ। এ বছরের ফেব্রুয়ারিতে আজহার আলি একদিনের দলের অধিনায়কত্ব ছাড়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন সরফরাজ। দলকে সাফল্য এনে দেওয়ার পুরস্কার হিসেবেই টেস্টেও অধিনায়ক নির্বাচিত হলেন তিনি। ফলে পাঁচ বছর পর ক্রিকেটের তিন ফর্ম্যাটেই পাকিস্তানের একজন অধিনায়ক।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ফুটবল
ফুটবল
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)