BCCI: বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন ঋদ্ধিমান, রাহানেরা?
Team India: সূত্রের খবর, বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা এবং ঋদ্ধিমান সাহা।
মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পথে অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মারা?
সূত্রের খবর, বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা এবং ঋদ্ধিমান সাহা। পরের বছরের যে তালিকা প্রস্তুত করা হচ্ছে, সেখানে এই তিন জনের নাম না থাকার সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে শোনা যাচ্ছে যে, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এক ধাপ করে ওপরে উঠতে পারেন শুভমন গিল, সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ড্য।
আপাতত গ্রুপ ‘সি’ তে রয়েছেন তিনজনই। সেখান থেকে গ্রুপ ‘বি’-তে যেতে পারেন তাঁরা। ২১ ডিসেম্বর বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানেই এই তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা।
যে সমস্ত ক্রিকেটার বোর্ডের ‘এ প্লাস’ বিভাগে রয়েছেন, তাঁরা বছরে ৭ কোটি টাকা করে পান। এছাড়া ‘এ’, ‘বি’ এবং ‘সি’ গ্রুপের ক্রিকেটাররা পান যথাক্রমে ৫ কোটি, ৩ কোটি এবং ১ কোটি করে টাকা। প্রথম দু’টি বিভাগে থাকা ক্রিকেটাররা হয় তিনটি ফরম্যাটেই খেলেন। বা টেস্টের পাশাপাশি এক দিনের অথবা টি-টোয়েন্টি দলে নিয়মিত খেলেন।
সংবাদসংস্থা পিটিআই-কে বোর্ডের এক কর্তা বলেছেন, 'সূর্যকুমার গ্রুপ সি-তে ছিল। কিন্তু গত এক বছরে ওর পারফরম্যান্স দেখে গ্রুপ বি-তে ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বিশ্বের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার এবং এক দিনের দলেও নিশ্চিতভাবে জায়গা পাওয়ার দাবিদার। কেন্দ্রীয় চুক্তিতে ঢুকতে পারে ঈশান কিশনের নাম।'
ঋদ্ধিমান যে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন, এরকম আভাস অবশ্য আগে থেকেই রয়েছে। জাতীয় টেস্ট দল থেকেও ব্রাত্য হয়ে পড়েছেন বঙ্গ উইকেটকিপার।
জানা গিয়েছে, এই বৈঠকে যে আলোচ্যসূচি রয়েছে তাতে টি-২০ বিশ্বকাপ ও বাংলাদেশ সফরে একদিনের আন্তর্জাতিকে ভারতের পারফরম্যান্সের পর্যালোচনার বিষয়টি নেই। অবশ্য সভাপতি চাইলে এই বিষয়ে আলোচনা হতেও পারে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফলাফল নির্ধারণে আইসিসি ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন বা ডিএলএস মেথডের ব্যবহার করে। কিন্তু ভারতের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে ব্যবহৃয় হয় ভিজেডি ফর্মুলা। সেই ফর্মুলার প্রবর্তক ভি জয়দেবনকে এককালীন অনুদানের বিষয়টিও আলোচিত হবে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে।
আরও পড়ুন: ''তুমি আমার কাছে সর্বকালের সেরা...'' ক্রিশ্চিয়ানোকে আবেগঘন বার্তা বিরাটের