Ipl 2021: অশান্ত আফগানিস্তান, রশিদ, নবিদের আইপিএলে অংশ নেওয়া নিয়েও সংশয়
আসন্ন আইপিএলে আফগানিস্তানের ২ তারকা প্লেয়ার রশিদ খান ও মহম্মদ নবিকে আদৌ পাওয়া যাবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। এই মুহূর্তে ২ জনই যুক্তরাষ্ট্রে রয়েছেন হান্ড্রেড টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য।
মুম্বই: অশান্ত আফগানিস্তান। আফগানিস্তানের জালালাবাদ দখলের পরই কাবুল দখল করে নিয়েছে তালিবানরা। প্রেসিডেন্টের বাসভবনে তালিবানদের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক শেষে পদত্যাগ করেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি। পদত্যাগের পরই আফগানিস্তান ত্যাগ করেছেন তিনি। সেদেশের সাধারণ মানুষদের জীবনও বিপন্ন।
আসন্ন আইপিএলে আফগানিস্তানের ২ তারকা প্লেয়ার রশিদ খান ও মহম্মদ নবিকে আদৌ পাওয়া যাবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। এই মুহূর্তে ২জনই যুক্তরাষ্ট্রে রয়েছেন হান্ড্রেড টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। রশিদ খেলছেন ট্রেন্ট রকেটসের হয়ে, আর নবি খেলছেন লন্ডন স্পিরিটস দলের হয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা বলেন, 'এখনই কোনও মন্তব্য করা উচিত হবে না। আমরা পরিস্থিতির ওপর নজর রেখেছি। আশা করি রশিদ ও অন্যান্য় আফগান প্লেয়ার যারা আইপিএলে দলে রয়েছেন, তাঁরা সবাই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।' হান্ড্রেড টুর্নামেন্ট শেষ হওয়ার পর এখন যুক্তরাষ্ট্রের থেকেই সরাসরি আমিরশাহিতে আসেন কিনা রশিদ, নবি তা দেখার। তেমন হলে ভারতের ইংল্যান্ড সফর শেষ হওয়ার পর বিরাট বাহিনীর সঙ্গেও আগামী ১৫ সেপ্টেম্বর একই চার্টাড ফ্লাইটে ফিরতে পারেন রশিদ, নবি। তবে সেক্ষেত্রে বিসিসিআই কোনও পদক্ষেপ নেয় কিনা, তা দেখার।
এদিকে দেশের খারাপ সময় বার্তা দিয়েছিলেন রশিদ খান। আফগানিস্তানকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। আফগানদের হত্যা বন্ধ করুন! ট্যুইটারে আর্তি আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের।
আফগানিস্তান থেকে দফায় দফায় সেনা প্রত্যাহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে মসনদে বসার পর থেকেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে তার পর থেকেই আফগানিস্তানের বিভিন্ন অংশে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে তালিবানরা। শুরু হয়েছে হত্যা, ধ্বংসলীলা গোটা দেশ জুড়ে।
যার বিরুদ্ধে এবার গর্জে উঠেছিলেন রশিদ। তিনি ট্যুইট করেছেন, 'বিশ্বের প্রিয় নেতারা। দেশে তুমুল অশান্তির আবহ। প্রত্যেক দিন হাজার হাজার নিরীহ মানুষ, যাদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে, মারা যাচ্ছে। ঘরদোর, সম্পত্তি সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হাজার হাজার পরিবার ভিটেহীন। আমাদের আর অশান্তি দেবেন না। আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন।'