Archer Sheetal Devi: পা দিয়ে তির ছুড়ে দেশকে দিয়েছেন পদক, শীতল দেবীকে ১৪ লক্ষ টাকার গাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার
Anand Mahindra: শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে দেশকে একের পর এক পদক উপহার দিয়েছেন শীতল দেবী। তাঁর কীর্তিকে স্বীকৃতি দিতেই গাড়ি উপহার দিলেন আনন্দ মাহিন্দ্রা।
![Archer Sheetal Devi: পা দিয়ে তির ছুড়ে দেশকে দিয়েছেন পদক, শীতল দেবীকে ১৪ লক্ষ টাকার গাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার Anand Mahindra fulfills promise gifts Paralympics Medallist Archer Sheetal Devi expensive car Archer Sheetal Devi: পা দিয়ে তির ছুড়ে দেশকে দিয়েছেন পদক, শীতল দেবীকে ১৪ লক্ষ টাকার গাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/326f5c43eeb6edb92234fe600dd01b10173813504990050_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: তাঁর জীবন যেন সিনেমার মতো।
শীতল দেবী (Sheetal Devi)। জম্মু ও কাশ্মীরের বিস্ময় তিরন্দাজ। যাঁর দু'হাত নেই। পা দিয়েই নিশানা ভেদ করেন। বয়স মাত্র ১৬ বছর। অথচ তাঁর জীবনের ওপর লেখা হয়ে গিয়েছে আস্ত একটি বই! প্রথমে এশিয়ান প্যারা গেমসে (Hangzhou Asian Para Games 2023), পরে প্যারিস প্যারালিম্পিক্সে সবার নজর কেড়ে নিয়েছিলেন শীতল দেবী। শুধু পদক জেতার জন্য নয়। বরং অসাধ্য সাধনের জন্য। লড়াকু মনোভাব ও অদম্য ইচ্ছাশক্তির জন্য। সেই ইচ্ছাশক্তিকে মূলধন করেই তিরন্দাজিতে (Armless Archery) বিশ্বের সেরার সিংহাসন ছিনিয়ে নিয়েছেন।
এবার শীতলের প্রাপ্তি হল ১৪ লক্ষ টাকার এক গাড়ি। উপহার দিলেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে দেশকে একের পর এক পদক উপহার দিয়েছেন শীতল দেবী। তাঁর কীর্তিকে স্বীকৃতি দিতেই গাড়ি উপহার দিলেন আনন্দ মাহিন্দ্রা।
মাহিন্দ্রা এক্স হ্যান্ডলে শীতলকে গাড়ি উপহার দেওয়ার কথা জানিয়েছেন। লিখেছেন, 'আমি দীর্ঘদিন ধরে শীতল দেবীর প্রতিভার প্রশংসা করেছি। ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করে, আমি ওঁর অসাধারণ দৃঢ়তা ও মনঃসংযোগে প্রভাবিত হয়েছি। শীতল আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমি তাঁকে একটি স্করপিও এন তুলে দিতে পেরে গর্বিত। উনি আমার হাতে একতি তীর তুলে দিয়েছেন। যা তাঁর লড়াইয়ের প্রতীক।'
জম্মু ও কাশ্মীরের লোধিয়ার গ্রামের মেয়ে শীতল। জন্মে থেকেই ফোকালিয়া নামক একটি বিরল রোগে আক্রান্ত তিনি। প্রথম দিকে ধনুক ঠিকমতো পায়ে তুলতে পারতেন না। তবে কয়েক মাস অনুশীলন করার পর সবাইকে তাক লাগিয়ে দেন। দেশের জন্য পদক জয়ের পর তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
আরও পড়ুন: সৌরভের এই কীর্তি বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই, রেকর্ড ভেঙে দেবেন হার্দিক?
২০১৯ সালে ভারতীয় আর্মি কিস্টওয়ারে একটি তিরন্দাজি প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেখানেই প্রথমবার শীতলকে দেখা গিয়েছিল। বিশেষ ভাবে সক্ষম হলেও, লড়াকু মনোভাবের জন্য সকলের মন জয় করে নেন। ২০২২ সাল থেকে তিরন্দাজিকে কেরিয়ার হিসাবে বেছে নিয়েই জাতীয় চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন। পদক জিতে সকলের নজরে চলে আসেন। এর পর আর শীতলকে ঘুরে তাকাতে হয়নি। এবার পেলেন বিশেষ স্বীকৃতি।
আরও পড়ুন: চড়া দামে টিকিট কেটেও এমন হয়রানি! ভারত-ইংল্যান্ড ম্যাচের পরই বিস্ফোরক তারকা ক্রিকেটারের দিদি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)