Andre Russell: ২ বছর পর প্রত্যাবর্তন, ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরলেন রাসেল
WI vs ENG T20: ম্যাথু ফর্ডেকেও টি-টোয়েন্টির স্কোয়াডে রাখা হয়েছে। এছাড়াও অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে জেসন হোল্ডার, নিকোলাস পুরান ও কাইল মেয়ার্সকেও রাখা হয়েছে স্কোয়াডে।
বার্বাডোজ: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) টি-টোয়েন্টি স্কোয়াডে প্রত্যাবর্তন হল আন্দ্রে রাসেলের (Andre Russell)। প্রায় ২ বছর পর জাতীয় দলের টি-টোয়েন্টি (T20 Series) স্কোয়াডে ফিরলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। শেষবার জাতীয় দলের জার্সিতে ২০২১ সালে খেলেছিলেন রাসেল। সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত টুর্নামেন্টে খেলেছিলেন রাসেল। উল্লেখ্য, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে রাসেলের মত গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ফের দলে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
ওয়ান ডে ফর্ম্যাটে অভিষেক হওয়া তরুণ অলরাউন্ডার ম্যাথু ফর্ডেকেও টি-টোয়েন্টির স্কোয়াডে রাখা হয়েছে। এছাড়াও অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে জেসন হোল্ডার, নিকোলাস পুরান ও কাইল মেয়ার্সকেও রাখা হয়েছে স্কোয়াডে। প্রায় ৪ বছর আগে শেষবার জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে খেলা শেফারন রেদারফোর্ডকেও রাখা হয়েছে। রভমন পাওয়েলের নেতৃত্বে খেলতে নামবে ক্যারিবিয়ানরা। ওয়ান ডে দলের অধিনায়ক শাই হোপ কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের সহ অধিনায়ক। উল্লেখ্যস, ১৫ সদস্যের য়ে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তা প্রথম তিন ম্য়াচের জন্য। আগামী ১২ ডিসেম্বর বার্বাডোজে প্রথম টি-টোয়েন্টি।
এদিকে, ইংল্য়ান্ডকে ১৬ বছর পর ওয়ান ডে সিরিজে হারাল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে জস বাটলারের দল। ভারতে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হওয়ার কয়েক সপ্তাহ পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিরিজ হার কেবল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের ফর্মে ক্রমাগত খারাপ ছবি তুলে ধরেছে। এদিকে, ওয়েস্ট ইন্ডিজ ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ব্যর্থ হওয়ার পর ফের ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ওয়ানডে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডেতে পরাজিত হলেও ফর্মে থাকা শাই হোপের নেতৃত্বাধীন তরুণ দলটি দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে এগিয়ে এসেছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা ম্যাথু ফোর্ড ৩টি উইকেট নেন। ফিল সল্ট, উইল জ্যাকস, জস বাটলার, হ্যারি ব্রুক কেউই কিছু করতে পারেনি। তবে লিয়াম লিভিংস্টোনের ৪৫ রান এবং বেন ডাকেটের ৭১ রানে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪০ ওভারে ৯ উইকেটে ২০৬ রান করে। এরপর ফের বৃষ্টি শুরু হলে ৩৪ ওভারে ১৮৮ রান তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়েন আথানাজ-কার্টি। উইল জ্যাকসের ৩ উইকেটের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে বিপাকে ফেললেও রোমারিও শেফার্ড ২৮ বলে ৪১ রান করে ৪ উইকেটে জয় তুলে নেন।