এক্সপ্লোর
Advertisement
তুমিই সেরা, জন্মদিনে মেসিকে শুভেচ্ছাবার্তা স্ত্রী আন্তোনেলার, মস্কোয় তৈরি হল চকোলেটের মূর্তি
মস্কো: আজ লিওনেল মেসির জন্মদিন। ৩১ বছর পূর্ণ করলেন আর্জেন্তিনা ও বার্সেলোনার মহাতারকা। এই মুহূর্তে অবশ্য তিনি বিশেষ স্বস্তিতে নেই। কারণ, তাঁর দল আর্জেন্তিনা চলতি বিশ্বকাপে ভাল জায়গায় নেই। গ্রুপ পর্যায় টপকে মেসিরা নক-আউটে যাবেন কি না, সেটা রীতিমতো অনিশ্চিত। তবে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা এই বিশেষ দিনটিতে মেসিকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিলেন।
আজ ইনস্টাগ্রামে ছবির স্লাইড পোস্ট করে মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আন্তোনেলা। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন লিও। তুমি এই গ্রহের সর্বকালের সেরা খেলোয়াড়। অন্যরা কী বলল, তাতে আমার কিছু এসে যায় না। কেউ আমাকে বোঝাতে পারবে না, অন্য কেউ তোমার উচ্চতায় পৌঁছতে পারে। তোমার জন্যই আমি ফুটবল ভালবেসেছি। তারপর তোমার খেলা দেখে ফুটবলের প্রতি ভালবাসা বেড়েছে। তোমার ড্রিবল করে গোল দেখে আমি উচ্ছ্বসিত হয়ে উঠি। এখন তুমি দেশকে জেতাতে চাও। তুমি এই গ্রহের না। তুমি দেশকে এগিয়ে নিয়ে যাবে। এখনও আশা আছে। আমি জানি তুমি পারবে। যাই হোক না কেন, সবসময় তোমার পাশে থাকব।’
মস্কোর একটি কেক প্রস্তুতকারী সংস্থা আবার মেসির প্রমাণ সাইজের চকোলেট মূর্তি বানিয়েছে। জানা গিয়েছে, এই মূর্তি তৈরি করতে এক সপ্তাহ সময় লেগেছে।Moscow patissiers create a life-size chocolate Lionel Messi. pic.twitter.com/EY4vCSBRIl
— • (@MESSI0o) June 23, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
হুগলি
জেলার
জেলার
Advertisement