এক্সপ্লোর
Advertisement
ফাইনালে পেনাল্টি মিস মেসির, কোপায় ফের হারল আর্জেন্তিনা
নিউ জার্সি: ২০১৫ সালের পুনরাবৃত্তি ২০১৬-র কোপাতেও৷ আর্জেন্তিনাকে টাইব্রেকারে হারিয়ে টানা দু’বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল চিলি৷ টাইব্রেকারে খেলার ফল ৪-২। বিশ্বকাপে জার্মানির কাছে পরাজয়ের পর এবারও ট্রফি জুটল না আর্জেন্তিনীয় সুপারস্টারের, উল্টে পেনাল্টি মিস করে ফুটবলপ্রেমীদের চোখে ভিলেন হয়ে উঠলেন লায়োনেল মেসি৷ এদিন শুরু থেকেই ম্যাচে ছিল টান টান উত্তেজনা৷ মেসিদের সমানে সমানে টক্কর দেয় চিলি৷ হাইভোল্টেজ ম্যাচের শুরু থেকেই মেজাজ হারাতে থাকেন দুই দলের ফুটবলাররা৷ যার ফল প্রথমার্ধেই আর্জেন্তিনা ও চিলি ১০জন হয়ে যায়৷ ম্যাচে দ্বিতীয় হলুদকার্ড দেখে মাঠ ছাড়েন চিলির অ্যালফান্সো দিয়াজ৷ ৪৩ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্তিনার রোহো৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও গোলের প্রচুর সুযোগ তৈরি করলেও, ব্যর্থ হয় দুই দলই৷ খেলা গড়ায় অতিরিক্ত সময়ে৷ তাতেও গোলের রাস্তা খুঁজে পায় না কোনও দল৷ শুরু হয় টাইব্রেকার। সেখানে পেনাল্টি মিস করে দলকে অনন্ত চাপে ফেলে দেন মেসি। ৪-২ ফলে জিতে গতবারের মত এবারও চিলি কোপার দখল পায়৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement