#ArrestKohli On Twitter: সোশ্যাল মিডিয়ায় কোহলিকে গ্রেফতার করার জোর দাবি, কিন্তু কেন?
Murder: মদ খেয়ে ঝামেলার জেরে রোহিতের ভক্তকে খুন করার অভিযোগ উঠল কোহলির অনুরাগীর বিরুদ্ধে। বিরাটের সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মধ্যে কে বেশি বড় ক্রিকেটার, সেই নিয়ে প্রায়শই দুই তারকার ভক্তকুলের মধ্যে বিবাদ লেগেই থাকে। সেই বিবাদই এবার চরম সীমায় পৌঁছল। মদ্যপ অবস্থায় দুই বন্ধুর মধ্যে বিরাট, রোহিত নিয়ে তর্কাতর্কির জন্য প্রাণ হারালেন একজন। এর জেরেই শনিবার সকাল থেকে ট্যুইটারে 'অ্যারেস্ট কোহলি' (ArrestKohli) ট্রেন্ডিং।
মদ খেয়ে ঝামেলার জেরে রোহিতের ভক্তকে খুন করার অভিযোগ উঠল কোহলির অনুরাগীর বিরুদ্ধে। বিরাটের সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তামিলনাড়ুর ঘটনায় তোলপাড় পড়ে গেল। কিলাপালুর পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম পি ভিগনেশ (২৪)। তিনি তামিলনাড়ুর আরিয়ালুর পয়ূর গ্রামে থাকতেন। আইটিআইয়ের কোর্স শেষ করে সিঙ্গাপুরে কাজে যাওয়ার পরিকল্পনা ছিল। ভিসার জন্য অপেক্ষা করছিলেন ক্রিকেট অন্ত প্রাণ ভিগনেশ। ক্রিকেটের অন্ধ ভক্ত ছিলেন অভিযুক্ত তথা ভিগনেশের বন্ধু এস ধর্মরাজও।
কোহলি ভক্তদের ক্ষোভ
অবশ্য কোহলির ভক্তরা তাঁদের প্রিয় ক্রিকেটারকে গ্রেফতার করার বিষয়টি ট্রেন্ড করায় একেবারেই খুশি নন। অনেক কোহলি ভক্তই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।
#ArrestKohli It's not Virat Kohli's fault .🥺🙏 pic.twitter.com/mDbxUO9tbo
— Aman Hrithikians #VedhaArmy♥️ (@hrithik_aman) October 15, 2022
People who are tweeting to arrest #ViratKohli𓃵#ArrestKohli pic.twitter.com/CILvcgmKWU
— DRS (@drs4any1) October 15, 2022
Some Toxic fans are defaming #ViratKohli who is pride of India, by doing #ArrestKohli trend just because of an illiterate fan.
— Wrogn._.18 (@Imlakshay_18) October 15, 2022
Shame on You! pic.twitter.com/jzFWF6FWgS
ঘটনার ইতিবৃত্ত
দুজনের পরিচিতরা বলেছেন, ক্রিকেট নিয়ে পাগল হলেও দুই বন্ধু একেবারে ভিন্ন মেরুর ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স এবং রোহিত বলতে অজ্ঞান ছিলেন ভিগনেশ। ধর্মরাজ আবার রয়্যাল চ্যালেঞ্জার্স এবং বিরাট ছাড়া কিছু বুঝতেন না। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে মল্লুরে একটি নির্জন জায়গায় ক্রিকেট নিয়ে আলোচনা করছিলেন। সেই রাতে দু'জনেই মদ্যপান করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, দু'জনেই মদ্যপান করেছিলেন। মুম্বইকে সমর্থন করছিলেন ভিগনেশ। ব্যাঙ্গালোরের হয়ে গলা ফাটাচ্ছিলেন ধর্মরাজ। তা নিয়ে তর্ক-বিতর্কের সময় ব্যাঙ্গালোর এবং বিরাটকে নিয়ে ভিগনেশ উপহাস করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ আরও জানিয়েছে, কথা বলার ক্ষেত্রে ধর্মরাজের কিছু সমস্যা ছিল। তা নিয়ে হামেশাই টিপ্পনি কাটতেন ভিগনেশ। মঙ্গলবার রাতেও ধর্মরাজের সেই সমস্যা নিয়ে ব্যাঙ্গালোরকে উপহাস করছিলেন। তাতেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন ধর্মরাজ। বোতল নিয়ে ভিগনেশকে মেরেছিলেন অভিযুক্ত যুবক। তারপর ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় মেরেছিলেন। তারপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে ভিগনেশ প্রাণ হারান।
আরও পড়ুন: এশিয়া কাপে বাবরের সঙ্গে কী কথা হয়েছিল? খোলসা করলেন রোহিত