Arshdeep Singh: টিম বাসে উঠতে গিয়ে সমর্থকদের রোষের মুখে অর্শদীপ, এরপর কী হল?
Arshdeep Singh Update: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একটি ক্যাচ ফস্কে গোটা দেশের কাছে ভিলেন হয়ে গিয়েছিলেন। তবে সেই ম্যাচ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেছিলেন।

দুবাই: এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। গতকাল পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে আফগানিস্তান (Afganistan) হেরে যাওয়ার সঙ্গে সঙ্গেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। তার আগে নিজেরা পাকিস্তান (Pakistan) ও শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে হেরে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। পাকিস্তান ম্যাচ হারের রেশ এখনও কাটেনি। আর সমর্থকদের সব রোষ যেন তরুণ পেসার অর্শদীপ সিংহকে নিয়ে।
কী হয়েছিল?
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একটি ক্যাচ ফস্কে গোটা দেশের কাছে ভিলেন হয়ে গিয়েছিলেন। তবে সেই ম্যাচ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেছিলেন। তবে পাক ম্যাচে ক্যাচ মিস করার খেসারত অর্শদীপকে দিতে হল মাঠের বাইরেও। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ শেষে ম্যাচ শেষে, টিম বাসে ওঠার আগে ফের এক ভারতীয় সমর্থকের নিশানায় অর্শদীপ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ হারার পর, টিম বাসে ওঠার জন্য এগিয়ে যাচ্ছিলেন অর্শদীপ সিং। সেই সময় ভারতীয় সমর্থক হঠাৎ করে বলে ওঠেন, ''সর্দার এল আর ক্যাচ মিস করল''। আরও একজন পাঞ্জাবি ভাষায় অর্শদীপকে বলে ওঠেন 'সর্দারজি গদ্দার'। অর্শদীপ রেগে গেলেও পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি।
যদিও এরপরই এক ভারতীয় সাংবাদিক প্রতিবাদ করেন। তিনি এগিয়ে এসে, সেই সমর্থককে বলেন, ''কোথা থেকে এসেছ তুমি। যাঁকে বলছ, সে দেশের হয়ে খেলেন। কিছু তো সম্মান দাও তাঁকে।'' এরপরই পিছিয়ে আসেন সেই সমর্থক।
এ বারের এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। দুই দলই ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দল একাদশে কী কী বদল করতে পারে? গত ম্যাচে খারাপ শট খেলে আউট হওয়ার পর, বিরাট কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে আবারও নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকবেন।
টি-টোয়েন্টি দলে ভারতের সেরা ব্যাটারদের মধ্যে একেবারে শীর্ষের দিকেই নাম থাকবে সূর্যকুমার যাদবের। তিনি এই ম্যাচে খেলবেনই। পরপর ব্যর্থতার পর হয়তো ঋষভ পন্থকে এই ম্যাচে দলের বাইরে বসতে হতে পারে। তাঁর বদলে দীনেশ কার্তিক দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। অক্ষর পটেল হয়তো অবশেষে দীপক হুডার বদলে ভারতীয় একাদশে এই ম্যাচে সামিল হবেন।






















