এক্সপ্লোর
Advertisement
দেখুন: অসাধারণ বলে মার্করামকে বোকা বানিয়ে আউট করলেন অশ্বিন
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটে ও বলে দাপট দেখিয়েছে। মায়াঙ্ক অগ্রবালের দুরন্ত দ্বিশতরান, রোহিত শর্মার ১৭৬ রানের পাশাপাশি বল হাতে ভেল্কি দেখান ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।
বিশাখাপত্তনম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটে ও বলে দাপট দেখিয়েছে। মায়াঙ্ক অগ্রবালের দুরন্ত দ্বিশতরান, রোহিত শর্মার ১৭৬ রানের পাশাপাশি বল হাতে ভেল্কি দেখান ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ৩৯।এরমধ্যে দুটি উইকেট ছিল অশ্বিনের, অন্যটি জাডেজার।
অশ্বিন যে বলে প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে আউট করলেন, তা প্রকৃত অর্থেই ছিল দর্শনীয়। ভারতের হয়ে গত পাঁচটি টেস্টে খেলেননি অশ্বিন। এরপর দলে ফিরেই বল হাতে দেখালেন, তিনি কেন ভারতীয় দলের অপরিহার্য অঙ্গ। দ্বিতীয় দিনে যে দুটি উইকেট নিয়েছেন, সেই দুটি বলই অসাধারণ। কিন্তু মার্করামকে ফেরানোর বল বিশেষ উল্লেখের দাবি রাখে। প্রোটিয়া ওপেনার ডিফেন্স করতে গিয়েছিলেন। কিন্তু বলের ফ্লাইট ও ডিপ ব্যাটসম্যানকে সম্পূর্ণ বোকা বানায় এবং বল ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বেল ফেলে দেয়।
বল তখনও ততটা পুরানো হয়নি। কয়েকটি ওভার মাত্র হয়েছে। এরইমধ্যে অশ্বিনের এ ধরনের গ্রিপ ও স্পাইট প্রশংসা আদায় করে নিয়েছে। ওই বলটি অনেকটা স্লোয়ার ইনসুইঙ্গারের মতো।
When Ashwin castled Markram https://t.co/Jt3X5e10Ef #BCCI
— gujjubhai (@gujjubhai17) October 4, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement