Imran Khan Controversy: যৌন হেনস্থার জন্য মহিলারাই দায়ী! ইমরানকে তীব্র বিদ্রুপ অশ্বিনের
পাকিস্তানে মহিলাদের ওপর যৌন নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর জন্য মহিলাদেরই দায়ী করে বড়সড় বিতর্ক বাধিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর মতে, অশ্লীলতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সমাজে। এটি (ধর্ষণ) তারই ফলাফল। ইমরানের এই মন্তব্যের পর পাকিস্তান-সহ বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়।
![Imran Khan Controversy: যৌন হেনস্থার জন্য মহিলারাই দায়ী! ইমরানকে তীব্র বিদ্রুপ অশ্বিনের Ashwin Imran Social media do better parenting R Ashwin reacts PM Imran Khan remarks increase sexual harassment cases Pakistan Imran Khan Controversy: যৌন হেনস্থার জন্য মহিলারাই দায়ী! ইমরানকে তীব্র বিদ্রুপ অশ্বিনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/09/cf3dff989e7d3f96938750707087f286_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: পাকিস্তানে মহিলাদের ওপর যৌন নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর জন্য মহিলাদেরই দায়ী করে বড়সড় বিতর্ক বাধিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর মতে, অশ্লীলতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সমাজে। এটি (ধর্ষণ) তারই ফলাফল। ইমরানের এই মন্তব্যের পর পাকিস্তান-সহ বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। পাক প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করলেন ভারতের তারকা অফস্পিনার আর অশ্বিন। জানিয়ে দিলেন, আক্রান্ত মহিলাদের দোষারোপ না করে বরং বাবা-মায়েদের শেখানো উচিত কী মূল্যবোধ নিয়ে সন্তানদের বড় করে তুলতে হয়।
একটি সাক্ষাৎকারে নারী সুরক্ষার বিষয়ে প্রশ্ন করা হলে মহিলাদেরই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন ইমরান। তিনি বলেন, 'সমাজে ধর্ষণের ঘটনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।' এর জন্য মহিলারাই দায়ী বলে জানান তিনি। পাক প্রধানমন্ত্রী বলেন, ‘মহিলাদের নিজেদের শরীর ঢেকে রাখা উচিত। পর্দা প্রথা ধারণার মূলেই রয়েছে এই ধরনের ইচ্ছা বিনষ্ট করা। আসলে সব পুরুষের নিজেকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা থাকে না।' ধর্ষণের ঘটনায় সামাজিক পরিস্থিতি, দেশের বিচারব্যবস্থা, প্রশাসন ইত্যাদি বিষয়ে কোনও মন্তব্যই করেননি ইমরান। হলিউড ও বলিউডকেই এর জন্য দায়ী করেন পাক প্রধানমন্ত্রী।
ইমরানের সেই মন্তব্যের পর পাকিস্তানেই ওঠে সমালোচনার ঝড়। একজন প্রধানমন্ত্রী কীভাবে এ ধরনের কথা বলতে পারেন, তাই নিয়ে প্রশ্ন ওঠে। অনেকে মনে করিয়ে দেন, ধর্মীয় নীতি মেনেই ইমরান পর্দার কথা বলেছেন। ইমরানের প্রাক্তন স্ত্রী তথা ব্রিটিশ পরিচালক জেমাইমা গোল্ডস্মিথ কটাক্ষ করেন। তিনি কোরানের উক্তি দিয়ে মনে করিয়ে দেন যে, পুরুষদেরই নিজেদের চোখ ও গোপনাঙ্গ নিয়ন্ত্রণে রাখা উচিত।
এবার ইমরানকে কটাক্ষ করলেন ভারতের তারকা অফস্পিনার আর অশ্বিন। যিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
ইমরানের সেই বিতর্কিত সাক্ষাৎকারের একটি অংশ বিশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা থেকে তুলে ধরে অশ্বিন ট্যুইট করেন, ‘দয়া করে ভাল বাবা-মা হোন। আজ আপনি কী করছেন সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)