Ashwin in Test Rankings: টেস্টে বোলার ও অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন অশ্বিন
Ashwin in Test Rankings: ভারতের আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (ravindra jadeja) টেস্টে অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। বোলারদের তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় অশ্বিন (aswin)।
সেঞ্চুরিয়ন: টেস্টে বোলার ও অলরাউন্ডারদের তালিকায় নিজের স্থান ধরে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন। ২ বিভাগেই দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের এই অভিজ্ঞ স্পিনার। ভারতের আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টেস্টে অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা। বোলারদের তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন অশ্বিন। তাঁর ঝুলিতে রয়েছে ৮৮৩ পয়েন্ট। তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। পাকিস্তানের শাহিন আফ্রিদি তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন টিম সাউদি ও জেমস অ্যান্ডারসন।
টেস্টে ব্য়াটারদের তালিকায় পঞ্চম স্থানে ভারতের রোহিত শর্মা ও সপ্তম স্থানে রয়েছেন বিরাট কোহলি। রোহিতের ঝুলিতে রয়েছে ৭৯৭ পয়েন্ট। অন্যদিকে বিরাটের ঝুলিতে রয়েছে ৭৫৬ পয়েন্ট। টেস্টে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। তাঁর ঝুলিতে রয়েছে ৯১৫ পয়েন্ট। ইংল্য়ান্ডর জো রুট দ্বিতীয় স্থানে। তাঁর ঝুলিতে রয়েছে ৯০০ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছেন কেন উইলিয়ামসন (৮৭৯ পয়েন্ট) ও চতুর্থ স্থানে স্টিভ স্মিথ (৮৭৭)। তালিকায় পরের নামগুলো হল রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, দিমুথ করুণারত্নে, বাবর আজম ও ট্রাভিস হেড। অলরাউন্ডারদের তালিকায় অশ্বিনের ঝুলিতে রয়েছে ৩৬০ পয়েন্ট। রবীন্দ্র জাদেজার ঝুলিতে রয়েছে ৩৪৬ পয়েন্ট। তালিকায় শীর্ষে থাকা জেসন হোল্ডারের ঝুলিতে রয়েছে ৩৮২ পয়েন্ট।
এদিকে, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার (Mens Test Player Of The Year 2021) হওয়ার দৌড়ে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) চলতি বছরের টেস্ট পারফরম্যান্সের ভিত্তিতে চারজন ক্রিকেটারকে মনোনীত করেছে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য। যে তালিকায় একমাত্র ভারতীয় অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের সঙ্গে যে তালিকায় রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (Joe Root), নিউজিল্যান্ডের অলরাউন্ডার কাইল জেমিসন (Kylie Jamieson) ও শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে (Dimuth Karunaratne)।
আরও পড়ুন: মাইলস্টোন স্পর্শ করেই প্রয়াত বাবাকে স্মরণ, কী বললেন শামি?