যেতে অস্বীকার ভারতের, পাকিস্তান থেকে সরল এশিয়া কাপ টি-২০ প্রতিযোগিতা
নতুন জায়গার নাম ঘোষণা হবে আগামী ফেব্রুয়ারি মাসে।
মুম্বই: ভারত যেতে অস্বীকার করায় পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপ ২০২০ টি-২০ প্রতিযোগিতা। ফলত, বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট সরতে পারে বাংলাদেশ, শ্রীলঙ্কা বা দুবাইতে। নতুন জায়গার নাম ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে। এশিয়া ক্রিকেট সংস্থা (এসিসি) সূত্রে খবর, আগামী সেপ্টেম্বর মাসে পাকিস্তানে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। কিন্তু, বিসিসিআই জানিয়ে দেয়, কোনও পরিস্থিতিতেই ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না। এমনকী, পাকিস্তান থেকে প্রতিযোগিতা সরানো না হলে, এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানিয়ে দেয় ভারতীয় বোর্ড। এই পরিস্থিতিতে, এসিসি-র কাছে পাকিস্তান থেকে প্রতিযোগিতা সরানো ছাড়া আর কোনও উপায় ছিল না। প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানা ও বিতর্কের পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। শেষবার এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে। দীর্ঘদিন পর বহুদেশীয় আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা হতে যাচ্ছিল পাকিস্তানে। কিন্তু, এখন তা সরিয়ে নেওয়া হল। এখন প্রতিযোগিতা যদি দুবাইতে সরে, তাহলে পরপর দুবার তা সেখানে অনুষ্ঠিত হবে। এখানে বলে রাখা প্রয়োজন, ভারত পরপর দু’বার এই প্রতিযোগিতা জিতেছে।