Asia Cup 2022: মাঠেই ক্যান্সার আক্রান্ত বৃদ্ধার সঙ্গে দেখা করলেন আফগান অধিনায়ক, ভিডিও ভাইরাল
Mohammad Nabi: গুলপারি ছয় বছর ধরে ভুগছেন মরণ ক্যান্সারে। ম্যাচের দিন সকালে দুবাইয়ের একটি হাসপাতালে কেমোথেরাপি হয় তাঁর। তারপরই চলে আসেন মাঠে।
শারজা: প্রথমে শ্রীলঙ্কা। তারপর বাংলাদেশ। এশিয়া কাপে (Asia Cup) পরপর দুই ম্যাচ জিতে সুপার ফোরে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। এরই মাঝে ভাইরাল হয়েছে একটি ভিডিও।
গুলপারি শাফি। আফগানিস্তান ক্রিকেট দলের সমর্থক এই বৃদ্ধা। প্রিয় দল আফগানিস্তানকে সমর্থন করতে হাসপাতাল থেকে সরাসরি চলে এসেছিলেন মাঠে।
গুলপারি ছয় বছর ধরে ভুগছেন মরণ ক্যান্সারে। ম্যাচের দিন সকালে দুবাইয়ের একটি হাসপাতালে কেমোথেরাপি হয় তাঁর। শারীরিক অক্ষমতা, ক্লান্তি, অসুস্থতা, সব বাধা জয় করে তিনি মাঠে প্রিয় দলকে সমর্থন জানাতে চলে আসেন।
গুলপারির সঙ্গে মাঠে এসেছিলেন পুত্র খাইবার। তাঁরা থাকেন আজমান শহরে। আফগানিস্তান-বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচের কথা খাইবার যখন বলেছিলেন, তখন তাঁর মা বলেন, ‘চল, খেলা দেখে আসি।’ মায়ের ইচ্ছেপূরণ করতে ছেলে দ্রুতই গাড়ি নিয়ে শারজায় চলে আসেন। অসুস্থ মায়ের যাতে কষ্ট না হয়, সেই কারণে ভিআইপি বক্সের টিকিট কাটেন। হুইলচেয়ারে বসে খেলা দেখেছেন শাফি।
আবেগে কখনও কেঁদেছেন, কখনও আবার নিজের অসুস্থতার কথা ভুলে ফেটে পড়েছেন উল্লাসে। খেলার শুরুতে যখন আফগানিস্তানের জাতীয় সঙ্গীত চলছিল, বৃদ্ধা ক্রিকেটপ্রেমীর গাল বেয়ে অঝোরে ঝরেছে অশ্রু। হাতে ছিল আফগানিস্তানের জাতীয় পতাকা।
ম্যাচের শেষে গুলপারির সঙ্গে দেখা করেন আফগান অধিনায়ক মহম্মদ নবি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জানা গিয়েছে, সমর্থনের জন্য বৃদ্ধাকে ধন্যবাদ জানান নবি।
Just found the most beautiful video😭🤍 pic.twitter.com/E8Rh8nErq8
— GHAM (@zaaabbiiii) August 30, 2022
আফগানদের জয়
বোলাররা অর্ধেক কাজ করে রেখেছিলেন। বাকি কাজটা সারলেন ব্যাটাররা। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের প্রথম দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল আফগানিস্তান (Afganistan)। অল্প রানের লক্ষ্যমাত্রা ছিল। সেই রান তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মহম্মদ নবির দল। ম্যাচের সেরা নির্বাচিত হন মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman)।
ঝোড়ো ব্যাটিং ইব্রাহিম, নাজিবুল্লাহর
১২৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যক্তিগত ১১ রানের মাথায় শাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন নাজিবুল্লাহ জাদরান। হাজরতউল্লাহ জাজাই ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন মোসাদ্দেক হোসেনের শিকার হয়ে। অধিনায়ক মহম্মদ নবি ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে আর কোনও উইকেট হারাতে হয়নি আফগানদের। ইব্রাহিম জাদরান ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান তিনি। তবে নাজিবুল্লাহ জাদরান ছিলেন বিধ্বংসী মেজাজে। ১৭ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন। ১টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি।
১২৭ রানে আটকে যায় বাংলাদেশ
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব আল হাসান। কিন্তু দ্বিতীয় ও চতুর্থ ওভারে পরপর ২ ওপেনারকে হারায় বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটারদের সামনে রীতিমত ত্রাস হয়ে উঠছিলেন মুজিব উর রহমান। শুরুতে নিজের ৩ ওভারেই পরপর ২ ওপেনার ছাড়াও অধিনায়ক শাকিবকে ফিরিয়ে দেন তিনি। এরপর রশিদ এসেও উইকেট তুলে নেওয়ার সেই ধারা বজায় রাখলেন। ২ স্পিনার ৩টি করে উইকেট তুলে নেন প্রতিপক্ষ শিবিরে। শেষ পর্যন্ত ১২৭ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বােচ্চ ৪৮ রান করেন মোসাদ্দেক হোসেন। যদিও টপ অর্ডারের কেউই রান না পাওয়ায় বড় রান স্কোরবোর্ডে তুলতে ব্য়র্থ হয় বাংলাদেশ ক্রিকেট দল।
আরও পড়ুন: সামনে শুধু শাকিব, বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হলেন রশিদ