Rashid Khan T20 Record: সামনে শুধু শাকিব, বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হলেন রশিদ
BANG vs AFG: রশিদ ও মুজিবের তিন উইকেটের পাশাপাশি নাজিবুল্লাহর ৪৩ রানের সুবাদে বাংলাদেশকে সাত উইকেটে হারায় আফগানিস্তান। এর জেরে তারা এশিয়া কাপের পরবর্তী রাউন্ডেও কোয়ালিফাই করে গেল।
শারজা: গতকাল বাংলাদেশের বিরুদ্ধে শারজার ঐতিহাসিক মাঠে দুরন্ত জয়ের সুবাদে প্রথম দল হিসাবে এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে উঠেছে আফগানিস্তান (BANG vs AFG)। শ্রীলঙ্কার বিরুদ্ধে যেখানে ফাস্ট বোলাররা দাপট দেখিয়েছিলেন, সেখানে বাংলাদেশের বিরুদ্ধে আফগান স্পিনারদের মহিমা ধরা পড়ে। মুজিব উর রহমান এবং রশিদ খানের (Rashid Khan) স্পিনজালে বাংলাদেশ কোনওরকমে ১২৭ রান তোলে। রশিদ ২২ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন।
সাউদিকে টপকালেন রশিদ
বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রশিদ দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে গেলেন, টপকালেন টিম সাউদিকে। মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ও মাহমুদুল্লাহের উইকেটের সুবাদে রশিদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট উইকেটসংখ্যা গিয়ে দাঁড়াল ১১৫। সাউদির উইকেটসংখ্যা ১১৪। ২৩ বছর বয়সি রশিদের টি-টোয়েন্টি রেকর্ড তাক লাগানোর মতো। আফগান স্পিনার এই ফর্ম্যাটে ৬৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩.৭৩-র দুরন্ত গড় ও ৬.১৬-র ইকোনমিতে ১১৫টি উইকেট নিয়েছেন। সর্বোচ্চ উইকেটশিকারীর এই তালিকায় অবশ্য এখনও শীর্ষে রয়েছেন শাকিব আল হাসান। ঘটনাক্রমে, তিনি আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচেই নিজের শততম টি-টোয়েন্টি খেললেন।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব। কিন্তু দ্বিতীয় ও চতুর্থ ওভারে পরপর দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটারদের সামনে রীতিমত ত্রাস হয়ে উঠছিলেন মুজিব। শুরুতে নিজের তিন ওভারেই পরপর দুই ওপেনার ছাড়াও অধিনায়ক শাকিবকে ফিরিয়ে দেন তিনি। এরপর রশিদ এসেও উইকেট তুলে নেওয়ার সেই ধারা বজায় রাখলেন। দুই স্পিনার তিনটি করে উইকেট তুলে নেন প্রতিপক্ষ শিবিরের। শেষ পর্যন্ত ১২৭ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বােচ্চ ৪৮ রান করেন মোসাদ্দেক হোসেন। যদিও টপ অর্ডারের কেউই রান না পাওয়ায় বড় রান স্কোরবোর্ডে তুলতে ব্য়র্থ হয় বাংলাদেশ ক্রিকেট দল।
নাজিব ঝড়
১২৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যক্তিগত ১১ রানের মাথায় শাকিবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন নাজিবুল্লাহ জাদরান। হাজরতউল্লাহ জাজাই ২৩ রান করে সাজঘরে ফেরেন মোসাদ্দেক হোসেনের শিকার হয়ে। অধিনায়ক মহম্মদ নবিও নয় রান করে ফেরেন। তবে আর কোনও উইকেট হারাতে হয়নি আফগানদের। ইব্রাহিম জাদরান ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। তবে নাজিবুল্লাহ জাদরান ছিলেন বিধ্বংসী মেজাজে। ১৭ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন। একটি বাউন্ডারি ও ছয়টি ছক্কা হাঁকান তিনি। সাত উইকেটেই ম্যাচ জিতে যায় আফগানিস্তান।
আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামতেই নতুন মাইলস্টোন স্পর্শ শাকিবের