(Source: Poll of Polls)
AFG vs PAK, 1 Innings Highlight: শুরুতে আশা জাগিয়েও পাক বোলিংয়ে মাত্র ১২৯ রানে আটকে গেল আফগানিস্তান
Asia Cup 2022, AFG vs PAK: এই ম্যাচে পাকিস্তানের জয় মানে এশিয়া কাপ থেকে ভারতের বিদায় ঘটে যাওয়া। সেক্ষেত্রে বৃহস্পতিবার ভারত-আফগানিস্তান ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে।
শারজা: শুরুটা হয়েছিল ঝোড়ো গতিতে। মাত্র ৩.৫ ওভারে ৩৬ রান উঠে গিয়েছিল বোর্ডে। কিন্তু পাকিস্তানের আঁটসাঁট বোলিংয়ে শেষ পর্যন্ত খেই হারাল আফগানিস্তানের (Pak vs Afg) ব্যাটিং। মাত্র ১২৯/৬ স্কোরে আটকে গেল আফগানিস্তান। ম্যাচ জিততে ১৩০ রান তুলতে হবে পাকিস্তানকে। আর এই ম্যাচে পাকিস্তানের জয় মানে এশিয়া কাপ থেকে ভারতের বিদায় ঘটে যাওয়া। সেক্ষেত্রে বৃহস্পতিবার ভারত-আফগানিস্তান ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে।
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের (Afg vs Pak) অধিনায়ক বাবর আজম। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচে লাফিয়ে বল ধরতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন মহম্মদ রিজওয়ান। তাঁর খেলা নিয়েও সংশয় ছিল। তবে রিজওয়ান আফগানিস্তানের বিরুদ্ধে খেলছেন।
টসের পর আফগানিস্তানের অধিনায়কের কথা শুনলে অবশ্য ভারতীয় শিবির খুশি হবে। মহম্মদ নবি বলেছেন, 'আমরাও টস জিতলে হয়তো আগে ফিল্ডিং করতাম। পরের দিকে শিশির পড়বে। তবে আমরা ভাল বোলিং করব। ওদের সময়টা কঠিন করে তুলব। আগের ম্যাচের ভুলগুলি আর করতে চাই না।'
আফগানিস্তানের হয়ে হাজরাতুল্লা জাজাই ও রহমানুল্লা গুরবাজ শুরুটা ভাল করেন। ১৭ বলে ২১ করেন হজরাতুল্লা। ১১ বলে ১৭ রান করেন রহমানুল্লা। ইব্রাহিম জাদ্রান ৩৭ বলে ৩৫ রান করেন। শেষ দিকে ১৫ বলে অপরাজিত ১৮ রান করেন রশিদ খান। পাক বোলারদের মধ্যে ২ উইকেট হ্য়ারিস রউফের।
View this post on Instagram
আরও পড়ুন: থামল 'মিস্টার আইপিএল'-এর বর্ণময় কেরিয়ার, সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না