BAN vs AFG, Match Preview: দুই বিশ্ববন্দিত অলরাউন্ডারের লড়াই, মুখোমুখি আফগানিস্তান-বাংলাদেশ, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
Asia Cup 2022, BAN vs AFG: বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তান মোট নয় ম্যাচ খেলে পাঁচটি জিতেছে। বাংলাদেশের জয় তিনটিতে, একটি ম্যাচে ভেস্তে যায়। দুই দলের শেষ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের ফল ছিল ১-১।
শারজা: আজ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের (Asia Cup 2022) অভিযান শুরু করতে চলেছে বাংলাদেশ (Ban vs AFG)। দুই দলের হালে টি-টোয়েন্টিতে পারফরম্যান্স খুব একটা ভাল নয়। উভয় দলই যথাক্রমে আয়ার্ল্যান্ড ও জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হেরে এশিয়া কাপে নেমেছে। অবশ্য জিম্বাবোয়ে সিরিজে বাংলাদেশ দলে শাকিব আল হাসান (Shakib Al Hasan), মুশফিকুর রহিমরা ছিলেন না। তারা এই টুর্নামেন্টে ফিরছেন।
শাকিবের সেঞ্চুরি
বাংলাদেশ অধিনায়ক শাকিব আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে নিজের শততম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবেন। বিশ্বক্রিকেটের মাত্র ১৫তম ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব গড়তে চলেছেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে মাত্র দুই বাংলাদেশ তারকার মাহমুদুল্লাহ রিয়াদ (১১৯টি ম্যাচ) এবং মুশফিকুর রহিম (১০০টি ম্যাচ) দখলে এই কৃতিত্ব রয়েছে। শাকিব তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসাবে এই তালিকায় নাম লেখাবেন। তবে শাকিব যতই ফিরুন না কেন, ধারে ভারে এই ম্যাচে আফগানিস্তানই এগিয়ে। তাদের বোলিং আক্রমণ এবং আগ্রাসী টপ অর্ডার ব্যাটিংই এর কারণ।
আফগানিস্তান গত ম্যাচে শ্রীলঙ্কাকে পর্যুদস্ত করে এশিয়া কাপ অভিযান শুরু করেছে আফগানিস্তান। তাদের বোলিংয়ে যেমন বৈচিত্র ছিল, তেমনই ব্যাটিংয়ে ছিল আগ্রাসী মনোভাব। এই দুইয়ের কোনওটাই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে অন্তত নেই। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মরুদেশেই তাই লজ্জাজনক পারফরম্যান্স করে দেশে ফিরেছিলেন টাইগাররা। তবে শাকিবের মতো অলরাউন্ডার যে দলে থাকেন, তাদের একেবারে হেলাফেলা করা চলবে না। দুই দলের মধ্যে এক ভাল ম্যাচ দেখারই অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
আজকের ম্যাচ
আজ এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের অভিযান শুরু করছে। শাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল মুখোমুখি হবে মহম্মদ নবির আফগানিস্তানের।
কোথায় হবে খেলা?
বিখ্যাত শারজা স্টেডিয়াম এই দুই দলের লড়াই হবে।
মুখোমুখি সাক্ষাৎকারে কোন দল এগিয়ে?
বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তান মোট নয় ম্যাচ খেলে পাঁচটি জিতেছে। মুখোমুখি লড়াইয়ে তারাই এগিয়ে। বাংলাদেশের জয় তিনটিতে, একটি ম্যাচে ভেস্তে যায়। দুই দলের শেষ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের ফল ছিল ১-১।
কখন শুরু হবে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ?
ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে শুরু আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ।
কোন চ্যানেলে সম্প্রচার হবে?
স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে সম্প্রচারিত হবে এই ম্যাচ।
অনলাইনে কোথায় দেখা যাবে?
অনলাইনে হটস্টার অ্যাপে এশিয়া কাপের এই উত্তেজক ম্যাচের মজা উপভোগ করতে পারবেন অনুরাগীরা।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে এক, দুই নয়, হয়েছে নতুন তিনটি রেকর্ড