Asia Cup 2022: চোট সারিয়ে ফেরার পর থেকেই অপ্রতিরোধ্য হার্দিক, আসল রহস্যটা কী?
Hardik Pandya: পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে গুরুত্বপূর্ণ সময় তিন তিনটি উইকেট তুলে নেওয়া থেকে ব্যাট হাতে চাপের মুখে অনবদ্য ৩৩ রান, হার্দিকের পারফরম্যান্সে মজে বিশেষজ্ঞ থেকে সমর্থক সকলেই।
দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে (Asia Cup 2022) রবিবার ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করে নিজের অলরাউন্ডার হিসাবে দক্ষতার পরিচয় দিয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। বল হাতে গুরুত্বপূর্ণ সময় তিন তিনটি উইকেট তুলে নেওয়া থেকে ব্যাট হাতে চাপের মুখে অনবদ্য ৩৩ রান, হার্দিকের পারফরম্যান্সে মজে বিশেষজ্ঞ থেকে সমর্থক সকলেই। শুধু এবারের এশিয়া কাপেই নয়, হার্দিক কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে অনবদ্য ফর্মে রয়েছেন। এই দুরন্ত সাফল্যের পিছনের আসল রহস্য খোলসা করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
প্রত্যাবর্তনের পরেই বদল
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে প্রায় চার-পাঁচ মাস ভারতীয় দলে ঠাই হয়নি হার্দিকের। মাঠের বাইরে থেকেই নিজের চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হওয়ার সমস্ত প্রস্তুতি সেরেছেন তিনি। পরিণামে আইপিএলের মঞ্চে ক্রিকেটের ময়দানে ফিরেই একেবারে গুজরাট ফ্রাঞ্চাইজিকে চ্যাম্পিয়ন করা। আইপিএলে অধিনায়ক হিসাবে তো নজর কাড়েনই, ব্যাটার হিসাবে হার্দিকের দায়িত্বপূর্ণ ইনিংস এবং বিশেষত ফাইনালে তাঁর বোলিং পারফরম্যান্সও ছিল নজরকাড়া। সেই যে সাফল্যের শুরু, তা এশিয়া কাপেও অব্যাহত রয়েছে। রোহিতের মতে হার্দিক বর্তমানে জানে ঠিক কোন সময়ে ওর কী করা উচিত এবং সেইমতোই ওর খেলাকেও সাজিয়ে নিয়েছে।
রোহিতের মতামত
পাক ম্য়াচের পরে রোহিত বলেন, 'ও ওর প্রত্যাবর্তনের পর থেকেই দুরন্ত খেলছে। ও দলের বাইরে থাকার সময়ই ফিট হওয়ার জন্য যা যা করণীয় সবটা করেছে এবং এখন তো বল হাতে নিয়মিত ১৪০ কিমিতে বল করছে। ওর ব্যাটিং দক্ষতা তো সকলেই জানে। মাঠে ফেরার পর থেকে ওকে অনেক শান্ত দেখাচ্ছে এবং নিজের খেলার প্রতি আত্মবিশ্বাসও সাফ চোখে পড়ছে। ওর জন্য ওর নিজের খেলাটা বোঝার প্রয়োজন ছিল এবং সেটা ও এখন করছে। চাপের মুখে ১০ রান প্রতি ওভার যখন দরকার, তখন যে কেউ বিচলিত হতে পারে, তবে ওর খেলায় তার লেশমাত্র দেখা যায়নি।' ভারতীয় সমর্থকরা চাইবেন এশিয়া কাপ তো বটেই, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও যেন এভাবেই অলরাউন্ডার হার্দিক নিজের দক্ষতায় ভারতকে ম্যাচ জেতাতে থাকেন। আপতত টিম ইন্ডিয়া ও হার্দিকের পরবর্তী চ্যালেঞ্জ হংকং। ম্যাচ বুধবার।
আরও পড়ুন: পন্থের বদলি একাদশে কার্তিক, কী বললেন হরভজন?