Asia Cup 2022: এশিয়া কাপে শাহিন না থাকায় ভারতকে খোঁচা ওয়াকারের, মোক্ষম জবাব দিলেন ইরফান
Shaheen Afridi Injury: ডান হাঁটুর লিগামেন্টে চোট শাহিনের। ফলে পাকিস্তান দলের মেডিক্যাল টিম তারকা পেসারকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে।
নয়াদিল্লি: পাকিস্তান ক্রিকেট দল এশিয়া কাপের (Asia Cup 2022) আগেই এক বড় ধাক্কা খেয়েছে। গতকাল, রবিবার (২০ অগাস্ট) দলের তরফে জানিয়ে দেওয়া হয় আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। গোটা টুর্নামেন্টেই খেলতে পারবেন না, দলের বোলিং বিভাগের প্রধান অস্ত্র।
ওয়াকারের মন্তব্য
ঠিক তার পর পরই ভারতীয় দলকে এই বিষয়ের সঙ্গে জড়িয়ে অহেতুক খোঁচা দিয়ে এক টুইট করেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক তথা কোচ ওয়াকার ইউনিস (Waqar Younis)। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'শাহিনের চোটটা ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের জন্য বড় স্বস্তির খবর। ওকে এশিয়া কাপে দেখতে পাওয়া যাবে না, এটা খুবই দুঃখজনক। দ্রুতই সুস্থ হয়ে ফিরে এসো চ্যাম্প শাহিন আফ্রিদি।' গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার আইসিসির বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারায় পাকিস্তান। সেই জয়ের শিলাবিন্যাস করেছিলেন শাহিনই।
Shaheen’s injury Big relief for the Indian top order batsmen. Sad we won’t be seeing him in #AsiaCup2022 Get fit soon Champ @iShaheenAfridi pic.twitter.com/Fosph7yVHs
— Waqar Younis (@waqyounis99) August 20, 2022
পাকিস্তানের তারকা বাঁ-হাতি বোলার রোহিত শর্মা এবং কেএল রাহুলকে প্রথম ওভারেই আউট করার পর, পরবর্তী সময়ে শেষের দিকে বিরাট কোহলিরও উইকেট নেন। এর জেরে ভারত খুব বড় রান করতে পারেননি। জবাবে ১০ উইকেটেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। সেই কথা মনে করিয়ে দিয়েই ওয়াকারের এই টুইট। তবে ওয়াকারের জবাবে ভারতের প্রাক্তন তারকা ইরফান পাঠানও (Irfan Pathan) মনে করিয়ে দেন যে ভারতীয় দলও যশপ্রীত বুমরা, হর্ষল পটেলকে এশিয়া কাপে পাবে না। ইরফান লেখেন, 'এশিয়া কাপে বুমরা এবং হর্ষল না খেলে বাকি দলগুলি স্বস্তি পাবে।'
It’s a relief of other teams that Bumrah and Harshal aren’t playing this Asia cup!
— Irfan Pathan (@IrfanPathan) August 21, 2022
শাহিনের চোট
ডান হাঁটুর লিগামেন্টে চোট শাহিনের। ফলে পাকিস্তান দলের মেডিক্যাল টিম তারকা পেসারকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে। গত মাসে গলে শ্রীলঙ্কা-পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচে ফিল্ডিং করার সময়ই শাহিনের এই চোট লাগে। তার ফলে তিনি আর দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারেননি। এবার এই একই চোটের জেরে আফ্রিদি এশিয়া কাপে তো খেলতে পারবেনই না, পাশাপাশি পাকিস্তানের ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজও খেলবেন না শাহিন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিদেজের আগে ফেরার কথা শাহিনের। ফলে বছরের শেষের দিকে, নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে আপাতত কোনও সংশয় নেই।
আরও পড়ুন: গত ম্যাচে ৮২ করেও কেন ওপেন করলেন না গিল? আসল কারণ খোলসা করলেন রাহুল