Jasprit Bumrah Ruled Out: পিঠের চোট, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ভারতের সেরা পেসার
Team India: পিঠের চোটে কাবু যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁকে ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে।
নয়াদিল্লি: এশিয়া কাপের আগে ভারতীয় শিবিরে (Team India) জোরাল ধাক্কা। চোটের কারণে ছিটকে গেলেন তারকা পেসার। দলের সেরা পেস-অস্ত্রকে ছাড়াই নামতে হবে রোহিত শর্মাদের।
পিঠের চোটে কাবু যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁকে ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোমবার সংবাদসংস্থা পিটিআই-কে জানানো হয়েছে, পিঠের চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারবেন না ডানহাতি জোরে বোলার।
Senior India fast bowler Jasprit Bumrah ruled out of Asia Cup due to back injury
— Press Trust of India (@PTI_News) August 8, 2022
কী বলছেন রোহিত?
চার বছর আগে এশিয়া কাপের আসরে যখন ভারত অংশ নিয়েছিল সেবার অধিনায়ক ছিলেন তিনি। খেতাবও জিতেছিলেন। তবে এবারের এশিয়া কাপে (Asia Cup 2022) একেবারে জাতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন রোহিত শর্মা (Rohit Sharma)। পরপর টানা ইংল্য়ান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার আসন্ন এশিয়া কাপ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন হিটম্যান।
২০১৮ সালে রোহিতের নেতৃত্বেই এশিয়া কাপ ও নিদাহাস ট্রফি পরপর জিতেছিল ভারত। এবার রোহিত যখন দেশের ক্রিকেট দলের সব ফর্ম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়ক, তখনও রোহিতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজে জয়ের পরই হিটম্যান বলছেন, ''গত বছর টি-টােয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আমরা নিজেদের চরিত্রে কিছু বদল এনেছিলাম। দলের ছেলেদের মানসিকতা বদলে গিয়েছিল। অধিনায়ক ও কোচের তরফে বার্তা যদি পরিষ্কার থাকে, তবে ছেলেরাও নিজেদের মেলে ধরতে পারে। তেমনটা হলেই সবাই স্বাধীনভাবে চাপমুক্ত হয়ে খেলতে পারে। সামনে এশিয়া কাপেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কিন্তু ছেলেরা সবাই তৈরি নিজেদের মেলে ধরতে। চাপমুক্ত হয়ে খেললেই সাফল্য আসবে।''
গত ডিসেম্বরে সীমিত ওভারের ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে রোহিতের নেতৃত্বে মাত্র ২টো টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একটি ম্যাচ ও সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ। তবে সর্বমোট ৩৫টি টি-টোয়েন্টিতে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তার মধ্যে ২৯টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। তার মধ্যে রয়েছে টানা ১৪ টি-টোয়েন্টি জয়ের নজিরও।
উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপটি আয়োজিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। শ্রীলঙ্কা রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার জন্য সেখানে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। তাই মরুদেশেই আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্টে। আপাতত ১৫ দিনের বিশ্রাম। এরপরই দলের বাকিদের সঙ্গে আরব আমিশাহিতে যোগ দেবেন রোহিত।
আরও পড়ুন: সাফল্যের সিংহভাগ কৃতিত্ব দ্রাবিড়, রোহিতকেই দিচ্ছেন সিরিজ সেরা নবাগত অর্শদীপ