SL vs PAK, 1 Innings Highlight: পাক বোলারদের গর্জন থামিয়ে হাসারাঙ্গা-রাজাপক্ষের ঝড়, শ্রীলঙ্কা তুলল ১৭০/৬
Asia Cup 2022 Final, SL vs PAK: শুরুর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে পাল্টা লড়াই হাসারাঙ্গা-রাজাপক্ষের। কঠিন পরীক্ষা পাকিস্তানের।
দুবাই: প্রাথমিক ধাক্কা কাটিয়ে এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে লড়াই করার মতো স্কোর তুলল শ্রীলঙ্কা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলল ১৭০/৬ (SL vs Pak)। এশিয়া সেরা হতে গেলে পাকিস্তানকে তুলতে হবে ১৭১ রান।
রবিবার টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। প্রথমে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রেখে তারপর অঙ্ক কষে রান তাড়া করার কৌশল নিয়েছিলেন বাবর। শুরুতে তাঁর পরিকল্পনা সফল করে তুলছিলেন পাক বোলাররা। প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে (০) তুলে নেন নাসিম শাহ। যিনি এই ম্যাচে প্রথম একাদশে ফিরেছেন হাসান আলির পরিবর্তে।
এরপরই বল হাতে হ্যারিস রউফের দাপট। প্রথমে তিনি তুলে নেন পাথুম নিশাঙ্কাকে (৮ রান)। এরপর তাঁর শিকার হন দনুষ্কা গুণতিলকা (১ রান)। ২১ বলে ২৮ রান করে ইফতিকার আমেদের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফেরেন ধনঞ্জয় ডি'সিলভা। শাদাব খান ফিরিয়ে দেন দাসুন শনাকাকে (২ রান)। একটা সময় ৫৮/৫ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা এবং মনে করা হচ্ছিল একপেশে ফাইনালের সাক্ষী থাকতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা। শ্রীলঙ্কা একশো পেরতে পারবে কি না, তা নিয়েও তৈরি হয়ে গিয়েছিল সংশয়।
কিন্তু অন্যরকম ভেবেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ভানুকা রাজাপক্ষে। ষষ্ঠ উইকেটে ৩৬ বলে ৫৮ রান যোগ করেন দুজনে। ২১ বলে ৩৬ রান করেন হাসারাঙ্গা। রাজাপক্ষেও ছিলেন বিস্ফোরক মেজাজে। আগ্রাসী ব্যাটিং করে ৩৫ বলে দুরন্ত হাফসেঞ্চুরি ভানুকা রাজাপক্ষের। তাঁর ক্যাচ দুবার ফেলেন শাদাব খান। একবার সতীর্থ ফিল্ডার আসিফ আলির সঙ্গে সংঘর্ষও হয় শাদাবের। শেষ পর্যন্ত ৪৫ বলে ৭১ রানে অপরাজিত থাকেন তিনি। চামিকা করুণারত্নে ১৪ বলে ১৪ রান করেন। অবিচ্ছেদ্য সপ্তম উইকেটে ৩১ বলে ৫৪ রান যোগ করেন দুজনে। নাসিম শাহর শেষ ওভারে ১৫ রান ওঠে।
টুর্নামেন্টের আয়োজক দেশ তারা। কিন্তু গোটা রাষ্ট্র অগ্নিগর্ভ। রাজনৈতিক অশান্তির কারণে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়েছে শ্রীলঙ্কা থেকে। এশিয়া কাপ আয়োজিত হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে।
তবু টুর্নামেন্টের ফাইনালে উঠে দেশের মানুষের মুখে হাসি ফিরিয়েছেন দাসুন শানাকারা। ফাইনালে পাক ব্যাটিং থামিয়ে তাঁরা কি ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবেন? আপাতত সেই প্রার্থনাই করছেন দ্বীপরাষ্ট্রের বাসিন্দারা।
আরও পড়ুন: কোহলির পর এবার স্টিভ স্মিথেরও খরা কাটল, দুই বছর পর এল ওয়ান ডে সেঞ্চুরি