Asia Cup: রেকর্ডের হাতছানি বাবরের সামনে, এশিয়া কাপেই কি শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেবেন?
Babar Azam: এশিয়া কাপ ও বিশ্বকাপ - সব মিলিয়ে বড় মঞ্চ সাজানো রয়েছে বাবরের সামনে। আর তিন সেঞ্চুরি করলেই পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ সংখ্যক ওয়ান ডে সেঞ্চুরির মালিক হবেন বাবর।
মুলতান: এশিয়া কাপে বিরল এক রেকর্ডের হাতছানি রয়েছে বাবর আজমের (Babar Azam) সামনে। পাকিস্তানের অধিনায়কের সাফল্যের ঝুলিতে ওয়ান ডে ক্রিকেটে ১৮টি সেঞ্চুরি রয়েছে। যা বাবর করেছেন ১০১টি ওয়ান ডে-তে। ওয়ান ডে ক্রিকেটে পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির রেকর্ড রয়েছে সঈদ আনোয়ারের (Saeed Anwar) ঝুলিতে। ২৪৪ ইনিংসে ২০টি সেঞ্চুরি রয়েছে আনোয়ারের। সেই রেকর্ড থেকে মাত্র ২ সেঞ্চুরি পিছিয়ে রয়েছেন বাবর।
চলতি এশিয়া কাপে আর দুটি সেঞ্চুরি করলেই পাক কিংবদন্তি আনোয়ারকে স্পর্শ করবেন বাবর। এশিয়া কাপ ও বিশ্বকাপ - সব মিলিয়ে বড় মঞ্চ সাজানো রয়েছে বাবরের সামনে। আর তিন সেঞ্চুরি করলেই পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ সংখ্যক ওয়ান ডে সেঞ্চুরির মালিক হবেন বাবর।
বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটার কে, বাবর না বিরাট, তা নিয়ে তুমুল চর্চা হয়। বাবরের ছোটবেলার কোচ রানা সাদিক আলি এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিরাটকে পেরতে গেলে এখনও অনেকটা পথ যেতে হবে তাঁর ছাত্রকে। সাদিক বলেছেন, 'বিরাট ও বাবর, দুজনই দুর্দান্ত ব্যাটার। তবে বিরাট অনেক আগে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে। ওর রান, সেঞ্চুরির সংখ্যা তাই অনেক বেশি। বাবরকে অনেকটা পথ পেরতে হবে। বিরাট এগিয়ে। তবে ওকে ধরার দক্ষতা কারও থাকলে, সেটা বাবর।' যোগ করলেন, 'পাকিস্তানে কিন্তু বিরাটের প্রচুর সমর্থক। পাক জনতা ওর ব্যাটিং দেখতে ভালবাসে। বাবরকেও নিশ্চয়ই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা পছন্দ করেন।'
বুধবার শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। আর প্রথম ম্যাচেই আয়োজক দেশ পাকিস্তান নামছে নেপালের (Pakistan vs Nepal) বিরুদ্ধে। এবারই এশিয়া কাপে অভিষেক হচ্ছে নেপালের।
ম্যাচ মূলতানে। যেখানে তীব্র দাবদাহ চলছে। তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। নেপালের বিরুদ্ধে স্পষ্টতই ফেভারিট পাকিস্তান। তবে চমক দিতে প্রস্তুত নেপালও। পাকিস্তানের বিরুদ্ধে এর আগে কোনও ফর্ম্যাটেই খেলেনি নেপাল। তাদের জন্য এটা একটা মাহেন্দ্রক্ষণ। হার-জিত যাই হোক না কেন, ইতিহাসের অপেক্ষায় নেপাল ক্রিকেট।
আর বাবর মুখিয়ে থাকবেন দল হাতে দলকে ম্যাচ জেতাতে। সেঞ্চুরি করতে। আনোয়ারের রেকর্ড যে আর খুব বেশি দূর গ্রহের তারা নয়, আঠাশের বাবর তা ভালই উপলব্ধি করতে পারছেন।
আরও পড়ুন: সবকিছু অর্জন করে ফেলেছি, এমনটা কখনওই মনে করি না আমি: নীরজ চোপড়া
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন