Pakistan Cricket Team: বিরাট ধাক্কা! চোটের জন্য দুই পেসারকে এশিয়া কাপে আর নাও পেতে পারে পাকিস্তান
Asia Cup 2023: বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কি চোট পাওয়া হ্যারিস রউফ ও নাসিম শাহকে পাবে পাকিস্তান?
কলম্বো: এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচে শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি তাঁরা। চোট পেয়েছিলেন। ব্যাট করতে নামতে পারেননি। যে কারণে ৮ উইকেট পড়ার পরই অল আউট ঘোষণা করা হয় পাকিস্তানকে।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কি চোট পাওয়া হ্যারিস রউফ ও নাসিম শাহকে পাবে পাকিস্তান?
সূত্রের খবর, ঘোরতর অনিশ্চয়তা রয়েছে হ্যারিস (Harris Rauf) ও নাসিমকে (Naseem Shah) নিয়ে। পাকিস্তান ফাইনালে পৌঁছলে একটা ক্ষীণ সম্ভাবনা থাকলেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার দুই তারকাকে না পাওয়ারই কথা। পাকিস্তান ফাইনালে উঠলেও দুই তারকা পেসারকে পাওয়া যাবে, জোর দিয়ে বলা যাচ্ছে না। বরং পুরো টুর্নামেন্টেই আর তাঁদের খেলিয়ে ঝুঁকি নাও নিতে পারে পাক টিম ম্যানেজমেন্ট।
দুই চোট পাওয়া পেসারের পরিবর্ত হিসাবে শাহনওয়াজ দাহানি ও জ়ামান খানকে তৈরি রেখেছে পাকিস্তান। তবে পাক ক্রিকেট বোর্ড এ-ও জানিয়ে দিয়েছে যে, দুই তারকা ছিটকে যাননি। দলের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন দুজনে।
পাক ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে জানিয়েছে, 'পরের মাসের ওয়ান ডে বিশ্বকাপের কথা ভেবে এটা দুই ক্রিকেটারকে নিয়ে সতর্কতামূল ব্যবস্থা বলা যেতে পারে। হ্যারিস ও নাসিমকে দলের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে হ্যারিস আর নাসিম আগামী এক সপ্তাহের জন্য ছিটকে গেলে তবেই এশীয় ক্রিকেট কাউন্সিলের কাছে পরিবর্ত চাওয়া হবে।'
আরও পড়ুন: ২০১৮ সালে ফাইনালে তোলা কোচকেই ফের সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের দায়িত্ব দেওয়া হল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন