![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Asia Cup 2023, PAK Vs SL: কাল এশিয়া কাপে মহাযুদ্ধ, বৃষ্টি হলে কপাল পুড়তে পারে পাকিস্তানের, ফাইনালে উঠবে কোন দল?
Pakistan vs Sri Lanka: গুরুত্বপূর্ণ বৃহস্পতিবারের পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ। কলম্বোর ম্যাচ থেকেই নির্ধারিত হয়ে যেতে পারে, রবিবারের ফাইনালে কারা হবে ভারতের প্রতিপক্ষ।
![Asia Cup 2023, PAK Vs SL: কাল এশিয়া কাপে মহাযুদ্ধ, বৃষ্টি হলে কপাল পুড়তে পারে পাকিস্তানের, ফাইনালে উঠবে কোন দল? Asia Cup 2023 Pakistan playing against Sri Lanka Super 4 when and where to watch team squads and other details Asia Cup 2023, PAK Vs SL: কাল এশিয়া কাপে মহাযুদ্ধ, বৃষ্টি হলে কপাল পুড়তে পারে পাকিস্তানের, ফাইনালে উঠবে কোন দল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/8ed301f945efa6a864927270b5f0ea47169460067366950_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলম্বো: ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত (Team India)। এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পরপর দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে ঘায়েল করে। বাংলাদেশের বিরুদ্ধে এখনও ম্যাচ বাকি রোহিত শর্মাদের। তবে আরও গুরুত্বপূর্ণ বৃহস্পতিবারের পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ। কলম্বোর ম্যাচ থেকেই নির্ধারিত হয়ে যেতে পারে, রবিবারের ফাইনালে কারা হবে ভারতের প্রতিপক্ষ।
এখনও পর্যন্ত সুপার ফোর পর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কা - দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। ধরেই নেওয়া হচ্ছে যে, বৃহস্পতিবারের ম্যাচে যে দল জিতবে, তারাই রবিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে। সুপার ফোর পর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কা - দুই দলের ঝুলিতেই রয়েছে ২ পয়েন্ট করে। ভারত ইতিমধ্যেই ৪ পয়েন্ট পেয়ে গিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে যে দল জিতবে, ৪ পয়েন্ট পেয়ে ভারতের বিরুদ্ধে ট্রফির যুদ্ধে নামবে।
কিন্তু বৃহস্পতিবারের ম্যাচে বৃষ্টি হলে কী হবে?
যদি বাবর আজ়মদের সঙ্গে দাসুন শনাকাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। সেক্ষেত্রে ফাইনালে পৌঁছে যাবে শ্রীলঙ্কা। কীভাবে?
ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে শ্রীলঙ্কা ও পাকিস্তান - দুই দলেরই পয়েন্ট হবে ৩। কিন্তু শ্রীলঙ্কার রান রেট তুলনামূলকভাবে ভাল। ভারতের কাছে তারা হারলেও, পাকিস্তান আরও বড় ব্যবধানে হেরেছিল। তাই নেট রান রেটে বেশ পিছিয়ে বাবররা। ভারতের কাছে ৪১ রানে হারলেও তাই সুবিধাজনক জায়গায় শ্রীলঙ্কা। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেলে সুবিধা তাই শ্রীলঙ্কার।
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস সামান্য হলেও পাকিস্তান শিবিরকে স্বস্তিতে রাখবে। কারণ, হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার কলম্বোতে বৃষ্টির আশঙ্কা থাকলেও, তা ম্যাচ ভেস্তে দেওয়ার মতো নয়। সামান্য বৃষ্টি হতে পারে। ম্যাচে বিঘ্ন ঘটলেও, পুরো ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা কমই।
ঘটনা হচ্ছে, ভারত এশিয়া কাপে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন হলেও, ফাইনালে কখনও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি টিম ইন্ডিয়া। গত ৩৮ বছরে ভারত ও শ্রীলঙ্কা ৮বার ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৫ বার জিতেছে ভারত। ৩ বার জিতেছে শ্রীলঙ্কা।
পাকিস্তান ও শ্রীলঙ্কা - দুই দল এখনও পর্যন্ত ১৫৫টি ওযান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। রেকর্ড অবশ্য পাকিস্তানের দিকে। ৯২টি ম্যাচে পাকিস্তান জিতেছে। শ্রীলঙ্কা জিতেছে ৫৮টি ম্যাচ।
আরও পড়ুন: ২০১৮ সালে ফাইনালে তোলা কোচকেই ফের সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের দায়িত্ব দেওয়া হল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)