Ind vs SL Preview: ভারত ও অষ্টম এশিয়া কাপের মাঝে কাঁটা শ্রীলঙ্কার স্পিনাররা, ৫ বছরের খরা কাটবে?
Asia Cup Final: এশিয়া কাপের শুরু থেকে দুরন্ত ছন্দে ছিল ভারত। সুপার ফোর থেকেও প্রথম দল হিসাবে ফাইনালের টিকিট কনফার্ম করেছিলেন রোহিত শর্মারা। কিন্তু ভারত যে অপরাজেয় নয়, শুক্রবার দেখিয়ে দিয়েছে বাংলাদেশ।
কলম্বো: পাঁচ বছর কেটে গিয়েছে। দুইয়ের বেশি দেশ অংশগ্রহণ করেছে, এরকম কোনও টুর্নামেন্টে শেষবার ভারত চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৮ সালে। সেটাও ছিল এশিয়া কাপ (Asia Cup)।
রবিবার কলম্বোয় এশিয়া কাপের ট্রফি যুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ, শ্রীলঙ্কা (Ind vs SL)। যারা এই টুর্নামেন্টের আয়োজক না হয়েও ঘরের মাঠে খেলার সুবিধা পাচ্ছে। যার নেপথ্যে রয়েছে ভারত। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি ভারতীয় দল। সেই কারণে পাকিস্তানের পাশাপাশি নিরপেক্ষ ভেন্যু হিসাবে শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছে টুর্নামেন্ট।
শ্রীলঙ্কার ওয়ান ডে ব়্যাঙ্কিং এখন আট। ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা পায়নি। যোগ্যতা অর্জনকারী পর্ব খেলে মূল পর্বে উঠতে হয়েছে দাসুন শনাকাদের। রবিবারের ম্যাচে ভারতকেই ফেভারিট বলছেন বিশেষজ্ঞরা। তবে কালো ঘোড়া শ্রীলঙ্কা। যারা কলম্বোয় চমক দিতে তৈরি।
এশিয়া কাপের শুরু থেকে দুরন্ত ছন্দে ছিল ভারত। সুপার ফোর থেকেও প্রথম দল হিসাবে ফাইনালের টিকিট কনফার্ম করেছিলেন রোহিত শর্মারা। কিন্তু ভারত যে অপরাজেয় নয়, শুক্রবার দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সুপার ফোরে ভারতের কাছে হারলেও, স্পিন-অস্ত্রে তারকাখচিত ব্যাটিং লাইন আপকে মাত্র ২১৩ রানে অল আউট করে দিয়েছিল। দুনিথ ওয়াল্লালাগে ৫ উইকেট নিয়েছিলেন। অনিয়মিত স্পিনার চারিথ আসালাঙ্কা নিয়েছিলেন ৪ উইকেট। একটা সময় ম্যাচের রাশ ছিল শ্রীলঙ্কার হাতে। যদিও শেষ পর্যন্ত কুলদীপ যাদবদের দাপটে ম্যাচ জেতে ভারতই।
কলম্বোয় রবিবারও মন্থর পিচ হতে পারে। যেখানে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তবে সেই ম্যাচের আগে জোর ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা শিবির। দলের সেরা স্পিনার মহেশ তিকশানা চোটের জন্য ছিটকে গিয়েছেন।
রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচের ওভার সংখ্যা কমতে পারে। ম্যাচ গড়াতে পারে রিজার্ভ ডে-তেও। বৃষ্টি হলে ডাকওয়ার্থ লুইস নিয়ম গুরুত্বপূর্ণ হবে।
শ্রীলঙ্কা জিতলে, সপ্তমবারের জন্য এশিয়া সেরা হয়ে ভারতের নজির স্পর্শ করবে। অন্যদিকে ভারতের সামনে অষ্টমবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। চলতি এশিয়া কাপে কলম্বোয় ৬ ম্যাচের মধ্যে পাঁচবার জিতেছে প্রথম ব্যাটিং করা দল। সেক্ষেত্রে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।
শেষ হাসি হাসবেন কে? রোহিত শর্মা, নাকি দাসুন শনাকা?
আরও পড়ুন: ইউরোপে নজর কেড়েছেন, এশিয়ান গেমসেও ভারতীয় ফুটবলকে স্বপ্ন দেখাচ্ছেন মণীষা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন