Rohit Sharma : রোহিত ভুললেন পাসপোর্ট ! টিম হোটেল ছাড়ার আগে ঠায় দাঁড়িয়ে রইল বাস
Asia Cup 2023: সোশাল মিডিয়ায় যে ঘটনার ভিডিও সামনে আসতেই অনেকেই বিভিন্ন মন্তব্য ভাসিয়ে দিচ্ছেন।
কলম্বো : টিম হোটেলের বাইরে দাঁড়িয়ে বাস। উদ্বিগ্ন মুখে গেটের সিঁড়িতে দাঁড়িয়ে রোহিত শর্মা (Rohit Sharma)। টিমবাসে বসে অপেক্ষা করছে গোটা ভারতীয় দল। বেশ কিছুক্ষণ পর বাস থেকে উঠল করতালি। কিছুটা বিড়ম্বনা সঙ্গী করেই শ্রীলঙ্কার হোটেলের এক কর্মীর থেকে হাতে কিছু নিয়ে গিয়ে সিটে বসে পড়লেন ভারতীয় দলের অধিনায়ক। সমস্বরে আওয়াজ এল, অপেক্ষা শেষ, চলো এবার।
ঘটনা ঠিক কী ? সূত্রের খবর, পকেটে অষ্ঠমবার এশিয়া কাপ (Asia Cup 2023) পুরলেও হোটেলের ঘরেই নিজের পাসপোর্ট ফেলে এসেছিলেন রোহিত শর্মা ! যার জেরে বাসে বসে ঠায় অপেক্ষায় রইল গোটা ভারতীয় দল। তারপর এক হোটেলের কর্মী এসে রোহিতকে পাসপোর্ট দিলে তারপর ভারতের জন্য বিমান ধরার বিমানবন্দরের দিকে রওনা দেয় ভারতীয় দল (Indian Team)। ভারতীয় দলের (Indian Cricket Team) বেশিরভাগ সদস্যই সোমবার ভোরবেলায় মুম্বইয়ে এসে পৌঁছন।
সোশাল মিডিয়ায় যে ঘটনার ভিডিও সামনে আসতেই অনেকেই বিভিন্ন মন্তব্য ভাসিয়ে দিচ্ছেন। একজনের মন্তব্য, হয়তো বিশ্বকাপের ভাবনায় ঢুকে পড়েছে, তাই ভুলে গিয়েছে, চিন্তা করার দরকার নেই ক্যাপ্টেন। অন্য একজনের সরস মন্তব্য, রোহিতের এরকম ভুলো মনের জেরেই হয়তো মাঠে এরকম শান্ত মেজাজে দেখা যায়।
প্রসঙ্গত ৩৬ বছরের ভারতীয় তারকা ব্যাটারের প্রসঙ্গে বলতে গিয়ে কয়েকবছর আগেই বিরাট কোহলি (Virat Kohli) এক অনুষ্ঠানে উল্লেখ করেছিলেন রোহিত শর্মার জিনিসপত্র ভুলে যাওয়া প্রসঙ্গে। যেখানে কোহলি বলেছিলেন, 'জিনিসপত্র ভুলে যাওয়ার ব্যাপারে রোহিত শর্মার আশপাশে কেউ নেই। একজন মানুষ আইপড, পাসপোর্টের মতো মূল্যবান জিনিসও ভুলে চলে আসে।'
Virat Kohli in 2017 - I haven't seen anyone forget things like Rohit Sharma does. He even forgets his iPad, passport.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 17, 2023
Tonight - Rohit forgot his passport, and a support staff member gave it back to him. (Ankan Kar). pic.twitter.com/3nFsiJwCP4
আরও পড়ুন- রেকর্ড ৭ উইকেট দখলের হাতছানির দোরগোড়াতে কেন থামালেন সিরাজকে ? ব্যাখ্যা দিলেন রোহিত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন