Asian Games 2023: ক্রীড়ামন্ত্রকের ছাড়পত্র পেলেই এশিয়ান গেমসের জন্য ভারতীয় ফুটবল দল পাঠাবে এআইএফএফ
Asian Games: ভারতীয় দলকে এশিয়ান গেমসের মঞ্চে দেখতে না পাওয়া গেল অনেকেই আশাহত, মর্মাহত হতেন। অবশেষে কেন্দ্রের তরফে সবুজ সংকেত মিলেছে।
নয়াদিল্লি: আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণ করার পথে আরও কয়েকধাপ এগিয়ে গেল ভারতীয় ফুটবল দল। সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দলকে। এশিয়ান গেমসে আদৌ ভারতীয় দল অংশ নিতে পারবে কি না তা নিয়ে কিছুটা অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল কাপ, সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের পর ভারতীয় দলকে এশিয়ান গেমসের মঞ্চে দেখতে না পাওয়া গেল অনেকেই আশাহত, মর্মাহত হতেন। অবশেষে কেন্দ্রের তরফে সবুজ সংকেত মিলেছে।
এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলকে খেলতে দেওয়া হবে না, এমন সিদ্ধান্তই নিয়েছিল আইওসি। প্রথমে ঠিক ছিল যে এশিয়ার দলগুলোর মধ্য়ে প্রথম আটে থাকতে পারলেই নাকি সুযোগ মিলবে টুর্নামেন্টে খেলতে নামার। দুদিন আগেই ফিফা ক্রমতালিকায় ৯৯ নম্বরে উঠে এসেছে ভারত। এরপরই সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে চেষ্টা করছিলেন যাতে আগামী বছর এশিয়া কাপের আগে এশিয়ান গেমসে ভারতীয় দল মাঠে নামতে পারেন। নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছিলেন ও টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অনুরোধও জানিয়েছিলেন কোচ ইগর স্তিমাচ।
এদিকে, ভারতীয় ফুটবলের তৃণমূল স্তরে উন্নয়নে জোর দিতে চাইছে সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)। নতুন একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার পথে হাঁটছে তারা। সর্বভারতীয় ফুটবল সংস্থার শীর্ষ কর্তারা আলোচনা করে জানিয়েছেন যে, জাতীয় স্তরে অনূর্ধ্ব ২০ বয়সী ফুটবলারদের জন্য একটি নতুন চ্যাম্পিয়নশিপ শুরু করা হবে। প্রত্যেক বছর আয়োজিত হবে এই টুর্নামেন্ট। অনেকটা জাতীয় লিগের ধাঁচে। যেখানে অংশ নেবেন শুধুমাত্র অনূর্ধ্ব ২০ ফুটবলাররা।
আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস মিলিয়ে আয়োজিত হবে অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম মরশুম। ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মানো ফুটবলাররা অংশ নিতে পারবেন। তবে কারও জন্ম ২০০৭ সালের ৩১ ডিসেম্বরের পরে হলে হবে না। অর্থাৎ, প্রতিযোগিতায় ফুটবলারদের বয়সে সামঞ্জস্য রাখতে চাইছে এআইএফএফ।
সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, 'আমাদের টেকনিক্যাল টিম ও কম্পিটিশন কমিটির সঙ্গে অনেক আলোচনার পর এই টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে অনূর্ধ্ব ২১ ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতো। তবে পরে তা বন্ধ হয়ে যায়। আমাদের লক্ষ্য অনূর্ধ্ব ২০ বিভাগে আরও বেশি ফুটবলারকে খেলার সুযোগ করে দেওয়া। যারা জাতীয় লিগ বা সন্তোষ ট্রফির জন্য সংশ্লিষ্ট রাজ্য দলে জায়গা পায়নি।'