(Source: ECI/ABP News/ABP Majha)
Asian Games 2023: মঙ্গলবারের পর এশিয়ান গেমসের পদক তালিকায় ষষ্ঠ স্থানে ভারত, প্রথম পাঁচে কোন কোন দেশ?
Asian Games 2023 Medal Tally: অলিম্পিক্সে কাউন্সিল অফ এশিয়ার ৪৫টি দেশের মোট ১২ হাজার অ্যাথলিট এশিয়ান গেমসে অংশ নিয়েছেন। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
হাংঝৌ: এশিয়ান গেমসের (Asian Games 2023) চতুর্থ দিনের শেষে পদক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। তাদের ঝুলিতে রয়েছে মোট ১২টি পদক। ৩টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ এখনও পর্যন্ত জিতেছে ভারত। মঙ্গলবার সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিংহ, হৃদয় বিপুল চেদ্দা ও অনুশ অগ্রবালের ইকুয়েস্ট্রিয়ান (Equestrian) দল ইতিহাস গড়ল। ৪১ বছর পর জিতল সোনা। এশিয়ান গেমসে (Asian Games 2023) ড্রেসেজ টিম ইভেন্টে তৃতীয় সোনা জিতল ভারত।
উল্লেখ্য, অলিম্পিক্সে কাউন্সিল অফ এশিয়ার ৪৫টি দেশের মোট ১২ হাজার অ্যাথলিট এশিয়ান গেমসে অংশ নিয়েছেন। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মোট ৪৮১টি ইভেন্ট আয়োজিত হবে এশিয়ান গেমসে।
এক নজরে দেখে নেওয়া যাক এশিয়ান গেমসে ষষ্ঠ দিনের শেষে পদক তালিকা
দেশ | সোনা | রুপো | ব্রোঞ্জ |
মোট পদক |
চিন | ৫৩ | ২৮ | ১৩ | ৯৪ |
দক্ষিণ কোরিয়া | ১৪ | ১৬ | ১৯ | ৪৯ |
জাপান | ৮ | ২০ | ১৮ | ৪৬ |
উজবেকিস্তান | ৫ | ৬ | ১১ | ২২ |
হংকং | ৫ | ৪ | ১০ | ১৯ |
ভারত | ৩ | ৩ | ৬ | ১২ |
চিনে আয়োজিত ১৯তম এশিয়ান গেমসের তৃতীয় দিনে ভারতকে প্রথম পদক এনে দিল নেহা ঠাকুর (Neha Thakur)। ১১টি রেসের পর হিলাদের ডিংহি আইএলসিএ৪ সেলিংয়ে রুপো জিতে নিল নেহা। গোটা প্রতিযোগিতা জুড়েই সে ধারাবাহিকাভাবে পারফর্ম করেছে। সেই ধারাবাহিকতারই সুফলস্বরূপ পোডিয়ামে শেষ করল তরুণী।
১১টি রেসের পর মোট ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে ১৭ বছর বয়সি ভারতীয় সেলার। তাইল্যান্ডের নোপ্পাসোরন খুনবুনজান শীর্ষে শেষ করে সোনা জেতে। অপরদিকে, ২৮ পয়েন্ট পাওয়া সিঙ্গাপুরের কেইরা মারি তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক জিতে নেন।
তবে শাও ইয়াকির বিরুদ্ধে হেরে এশিয়ান গেমসের সফর শেষ হল ভবানী দেবীর। গত বারের রুপোজয়ীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ৭-১৫ স্কোরলাইনে হারলেন ভারতীয় তারকা। এই ম্যাচের আগে দুরন্ত ছন্দে ছিসলেন ভবানী দেবী। নাগাড়ে ছয়টি ম্যাচ জিতেছিলেন তিনি। ভবানী গ্রুপ পর্বে পাঁচটির মধ্যে পাঁচটি ম্যাচেই জয় পান। নক আউট পর্বে শীর্ষ বাছাই হওয়ায় বাই পেয়ে সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় ফেন্সার। তবে এখানেই শেষ হল তাঁর সফর।