Tokyo olympic 2020: টোকিও অলিম্পিক্সে তিরন্দাজিতে প্রি কোয়ার্টার ফাইনালে অতনু দাস
তিরন্দাজিতে এবার প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন অতনু দাস। হারিয়ে দিলেন ২ বারের সোনাজয়ী দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে।
টোকিও: ভারতীয় ক্রীড়াবিদদের টোকিও অলিম্পিক্সে দুর্দান্ত ফর্ম অব্যাহত বৃহস্পতিবার। তিরন্দাজিতে এবার প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন অতনু দাস। এই জয়ের ফলে ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা জিইয়ে রাখলেন অতনু।
এর আগে প্রথম রাউন্ডে অতনুর প্রতিপক্ষ ছিলেন চিনা তাইপের রুপোজয়ী ডেং ইউং চেং। তাঁর বিরুদ্ধে ৬-৪ পয়েন্টে জিতেছিলেন অতনু। প্রি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দ্বিতীয় রাউন্ডে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও সোনাজয়ী তিরন্দাজ দক্ষিণ কোরিয়ার ওহ জিন হিয়েকের বিরুদ্ধে জয় পেলেন অতনু। তৃতীয় সেটে পিছিয়ে গিয়েও দুর্দান্ত কামব্যাক করেন তিনি।
এদিন গ্যালারি থেকে অতনুকে উৎসাহ দিতে দেখা গেল তাঁর স্ত্রী দীপিকা কুমারিকে। স্বামী যখন লড়াই করছেন কোয়ার্টারে যোগ্যতা অর্জনের, তখনই গ্যালারি থেকে হাততালি দিতে দেখা যায় দীপিকাকে।
এর আগে কোরিয়ার কাছে স্ট্রেট সেটে হেরে তিরন্দাজিতে পুরষদের দলগত বিভাগে স্বপ্নভঙ্গ হয়েছিল অতনুদের। তিরন্দাজিতে পুরুষদের দলগত বিভাগে ভারতকে ৬-০ স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল কোরিয়া। তিরন্দাজিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মনে করা হয় কোরিয়াকে। আগের রাউন্ডে কাজাখস্তানকে হারিয়ে ভারতীয় পুরুষ দল কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কোরিয়া জানার পরই সকলে ধরে নিয়েছিলেন যে, কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে অতুন দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাইয়ের সামনে।
বাস্তবে হলও তাই। প্রথম সেট থেকে দাপট দেখালেন কোরিয়ার তিরন্দাজরা। প্রথম সেটে ৬টি তির থেকে পরপর ৫টি পারফেক্ট টেন স্কোর করেন কোরিয়ার প্রতিযোগীরা। ৫৯-৫৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি অতনুরা।
কিন্তু এবার সিঙ্গলসে তিরন্দাজিতে এবার পদকের আশা জিইয়ে রাখলেন অতনু। তিরন্দাজিতে অনবদ্য ছন্দে রয়েছেন অতনুর স্ত্রী দীপিকা কুমারীও। বুধবার পরপর দুই ম্যাচ জিতে তিনি মহিলাদের ব্যক্তিগত বিভাগের শেষ ষোলোয় (১/৮ এলিমিনেশন রাউন্ড) পৌঁছে গিয়েছিলেন। মহিলাদের ব্যক্তিগত বিভাগে ১/৩২ এলিমিনেশন রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিল ভুটানের কর্মা। তাঁকে ৬-০ হারিয়ে ১/১৬ রাউন্ডে ওঠেন দীপিকা। সেখানে তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার মুসিনো ফার্নান্ডেজ। প্রথম সেট হেরে গিয়েছিলেন দীপিকা। পরের সেটে অবশ্য তিনি ঘুরে দাঁড়ান। সেট জিতে নেন। তৃতীয় সেটও জিতে নেন দীপিকা। তবে চতুর্থ সেট জিতে ৪-৪ করে দেন জেনিফার। তবে স্নায়ুর চাপ সামলে পঞ্চম সেট জিতে ৬-৪ ম্যাচ জিতে নেন দীপিকাই। তাঁর পরের পর্বের ম্যাচ শুক্রবার, ৩০ জুলাই।