Mohun Bagan AFC Cup: করোনার থাবা ফুটবলেও, এএফসি কাপ খেলতে মলদ্বীপ যাচ্ছে না এটিকে মোহনবাগান
২ ফুটবলার-সহ ৩ জন সংক্রমিত হওয়ায় সিদ্ধান্ত বদল করা হয়েছে বলে জানা গেছে।চিঠি দিয়ে এএফসি-কে জানাচ্ছেন এটিকে
কলকাতা: এএফসি কাপ খেলতে মলদ্বীপ যাচ্ছে না এটিকে মোহনবাগান।আগামীকালই মলদ্বীপ রওনা হওয়ার কথা ছিল বাগানের। ২ ফুটবলার-সহ ৩ জন সংক্রমিত হওয়ায় সিদ্ধান্ত বদল করা হয়েছে বলে জানা গেছে।চিঠি দিয়ে এএফসি-কে জানাচ্ছেন এটিকে মোহনবাগান কর্তারা।
উল্লেখ্য, ক্রিকেটের পর এবার করোনা-বিদ্ধ ভারতীয় ফুটবল। এবার করোনা আক্রান্ত হয়েছেন এটিকে মোহনবাগানের ২ ফুটবলার। কোভিড পজিটিভ হয়েছেন প্রবীর দাস ও শেখ সাহিল। আক্রান্ত ক্লাবের এক কোচিং স্টাফও। সোমবারই এএফসি কাপ খেলতে মালদ্বীপ উড়ে যাওয়ার কথা গোটা দলের। তার আগেই করোনা সংক্রমণ রীতিমত চিন্তা বাড়ায় বাগান কর্তৃপক্ষের।
মলদীপ রওনা দেওয়ার আগে গত ৭ মে কলকাতার একটি হাসপাতালে করোনা পরীক্ষা হয় মোহনবাগান দলের ফুটবলার, কোচিং স্টাফ ও অন্যান্যদের। এই পরীক্ষার ফলাফলেই তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছিল।
এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। যদিও দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মলদ্বীপের ফুলবল অ্যাসোসিয়েশন ম্যাচ স্থগিত রাখার জন্য এএফসি-র সঙ্গে আলোচনা শুরু করেছিল।
জানা গেছে, মোহনবাগানের এই সিদ্ধান্তের পর এএফসি কাপ আয়োজন স্থগিত হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতির জেরে মলদ্বীপের ফুটবল টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই ফুটবলার-সহ ৩ জন করোনা আক্রান্ত হওয়ায় এএফসি কাপে অংশ নিতে চায় না জানিয়ে টুর্নামেন্টের আয়োজকদের আজ সকালে চিঠি পাঠায় এটিকে মোহনবাগান। এর পাশাপাশি, মলদ্বীপে পৌঁছনোর পর ব্যাঙ্গালোর এফসি-র বিরুদ্ধে বায়ো বাবল ভাঙার অভিযোগ ওঠে। জোড়া ধাক্কার পরেই এএফসি কাপ আয়োজনে আপত্তি জানায় মলদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন। এরপরই এএফসি কাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় আয়োজকরা।
এএফসি কাপের গ্রুপি ডি অংশগ্রহণকারী দলগুলিকে কোভিড ১৯ প্রোটোকল মেনে নিজেদের মতো করে যে যার দেশে ফেরার আয়োজন করে নিতে বলেছে এএফসি। পাশাপাশি, যে দলগুলি এখনও মলদ্বীপে পৌঁছয়নি, তাদেরকেও যাত্রা বাতিল করতে বলা হয়েছে।
এর আগে, করোনার কারণে এবারের টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়াল লিগ স্থগিত হয়ে গিয়েছে।