ATP Rankings: অস্ট্রেলিয়ান ওপেন জিতেই ব়্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন জকোভিচ, কত নম্বরে রয়েছেন নাদাল?
Australian Open: অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে স্তেফানোস সিসিপাসের বিরুদ্ধে ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) স্কোরলাইনে জয় পান নোভাক জকোভিচ।
লন্ডন: সদ্যই নিজের কেরিয়ারের ২২তম গ্র্যান্ড স্ল্যাম হিসাবে এবারের অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নোভাক জকোভিচ (ATP Rankings)। বছরের প্রথম স্ল্যাম জিতেই ওপেন যুগে যুগ্মভাবে সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা হয়ে গিয়েছেন জকোভিচ। স্ল্যাম জয়ের ফলেই শীর্ষস্থান ফিরে পেলেন 'জোকার'। সদ্য প্রকাশিত এটিপি ব়্যাঙ্কিংয়ে (ATP Rankings) এক নম্বর হলেন জকোভিচ। গত জুনের পর এই প্রথম শীর্ষস্থান দখল করলেন সার্বিয়ান তারকা।
শীর্ষে নোভাক
অস্ট্রেলিয়ান ওপেন শুরুর সময় জকোভিচ ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে ছিলেন, শীর্ষে ছিলেন কার্লোজ আলকারাজ। একদিকে জকোভিচের খেতাব জয় এবং অপরদিকে আলকারাজ অস্ট্রেলিয়ান ওপেনে চোটের কারণে অংশগ্রহণ করতে না পারায় ব়্যাঙ্কিংয়ে বদল ঘটল। ১৯৭৩ সালের পর থেকে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে দুই টুর্নামেন্টের মাঝে এত বড় লাফ আর কেউই মারেনি। এটিপি ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন স্পেনের আলকারাজ। ফাইনালে পরাজিত হলেও, স্তেফানোস সিসিপাসের ব়্যাঙ্কিংয়েও উন্নতি। তিনি খেতাব জিততে পারলে তাঁরও এক নম্বর হওয়ার সুযোগ ছিল বটে। তবে ফাইনালে পরাজয়ের ফলে সিসিপাস নতুন ব়্যাঙ্কিংয়ে তিনে রইলেন।
গত বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল (Rafael Nadal) এইবারে শেষ চারেও পৌঁছতে পারেননি। ব়্যাঙ্কিংয়ে তিনি দ্বিতীয় স্থান থেকে এক ধাক্কায় ছয় নম্বরে নেমে গেলেন। অপরদিকে, রাশিয়ান টেনিস তারকা আন্দ্রে রুবলেভ নিজের কেরিয়ার সেরা পঞ্চম স্থানে উঠে এলেন।
থামতে নারাজ 'জোকার'
সর্বাধিক ২২ গ্র্যান্ডস্লাম জিতেও এখনই থামতে নারাজ জকোভিচ। নিজের পরবর্তী লক্ষ্যও স্থির করে ফেলেছেন নোভাক। স্তেফানোস সিসিপাসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জয়ের পর এটিপি ক্রমতালিকায় ফের শীর্ষে উঠে এসেছেন জকোভিচ। তিনি বলেন, ''প্রতিটা গ্র্যান্ডস্লাম আমাকে আরও উদ্বুদ্ধ করে পরের টুর্নামেন্টে নামার জন্য। এই বয়সে এসে এই সাফল্য আমার খিদে বাড়িয়ে দিয়েছে। আমার মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। আমি নিজের সঙ্গে কারও তুলনা করি না। কিন্তু যখন টেনিস বিশ্বের অন্যতম সেরাদের নিয়ে আলোচনায় আমার নাম উঠে আসে, তখন ভাল লাগে। কারণ আমি জানি যে এক একটি গ্র্যান্ডস্লাম জয়ের জন্য কতটা পরিশ্রম করি আমি।''
তিনি আরও বলেন, ''আমি এখানেই থামতে চাই না। আমি নিজের টেনিস নিয়ে আত্মবিশ্বাসী। শারীরিক ও মানসিকভাবে আমি এখনও অনেক তরতাজা রয়েছি। বিশ্বের যে কােনও প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনও গ্র্যান্ডস্লাম জয়ের ক্ষমতা রাখি আমি।'' ফাইনালে সিসিপাসের বিরুদ্ধে ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) স্কোরলাইনে জয় পান জকোভিচ।
আরও পড়ুন: 'মনে রাখার মত দিন', শেফালিদের দরাজ সার্টিফিকেট দ্রাবিড়ের