David Warner: ওয়ার্নারের জায়গা নেবেন কে, ধোঁয়াশা রেখে দিলেন অস্ট্রেলিয়ার কোচ
AUS vs PAK: বছরের শেষ টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। দেশের মাটিতে অজ়িদের প্রতিপক্ষ পাকিস্তান (AUS vs PAK)।
![David Warner: ওয়ার্নারের জায়গা নেবেন কে, ধোঁয়াশা রেখে দিলেন অস্ট্রেলিয়ার কোচ AUS vs PAK: Australian coach Andrew McDonald keeps options open for David Warner's successor David Warner: ওয়ার্নারের জায়গা নেবেন কে, ধোঁয়াশা রেখে দিলেন অস্ট্রেলিয়ার কোচ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/11/ab7ef7f552d6dbd65733c57610d9c610170229003557250_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিডনি: বছরের শেষ টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। দেশের মাটিতে অজ়িদের প্রতিপক্ষ পাকিস্তান (AUS vs PAK)। সেই সিরিজের আগে চর্চায় ডেভিড ওয়ার্নার (David Warner)।
ওয়ার্নারের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে চর্চার শেষ নেই। এই সিরিজে সিডনিতে তৃতীয় টেস্ট খেলে অবসর নিতে চান ওয়ার্নার। প্রথম টেস্টে তাঁর জায়গা নিশ্চিত। তবে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ওপেনিং জায়গাটি নিয়ে বিবর্তন চলতেই থাকে। ওয়ার্নারের পরিবর্ত কে হবে? ম্যাকডোনাল্ড জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
ম্যাট রেনশ, ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিস - ওয়ার্নারের জায়গা নেওয়ার জন্য তৈরি অনেকেই। ম্যাকডোনাল্ড ম্যাচ ধরে ধরে এগোতে চান। জানিয়েছেন, প্রত্যেক ম্যাচে সেরা একাদশ নামানো হবে। যখন যে পরিস্থিতিতে যাঁকে প্রয়োজন মনে হবে, তাঁকে খেলানো হবে। যদিও অস্ট্রেলিয়ার ক্রিকেটের হাল হকিকত জানা অনেকের মনে হচ্ছে, ওয়ার্নারের জায়গা নেওয়ার মতো দক্ষতা অনেকেরই নেই।
ঘরের মাঠে নিজের কেরিয়ারের শেষ সিরিজ হিসেবে পাকিস্তান সিরিজকে বেছে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁকে দলেও রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ার্নারের মতো তিন ফর্ম্য়াটের সফল প্লেয়ারের বিদায়বেলায় সম্মান জানাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও সমর্থকরা। তবে তাঁকে নিয়ে এত মাতামাতি মোটেও ভালোভাবে নেননি প্রাক্তন অস্ট্রেলিয়ান ফাস্টবোলার মিচেল জনসন।পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ডেভিড ওয়ার্নারের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন জনসন। তিনি অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে তাঁর কলামে প্রতিবাদ করেন ওয়ার্নারের অন্তর্ভুক্তি নিয়ে। স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে তিনি ওয়ার্নারের নিন্দা করেন। দলের অন্যতম সেরা প্লেয়ারের অতীত নিয়ে মন্তব্য করায় মিচেল জনসনকে পাল্টা নিন্দাও হজম করতে হয়। উসমান খাওয়াজা থেকে শুরু করে অস্ট্রেলিয়ান দলের নির্বাচক জর্জ বেইলি মিচেল জনসনকে নিয়ে মন্তব্য করেছিলেন। গোটা বিতর্কে নীরবতা ভেঙেছেন ওয়ার্নার।
ওয়ার্নার জানিয়েছেন, কোনও বিতর্ক ছাড়া অস্ট্রেলিয়ায় ক্রিকেট সিরিজ শুরু হতেই পারে না। তিনি বলেন, ‘যে কেউ তাঁর মতামত প্রকাশ করতে পারেন। আমরা আসন্ন সিরিজের দিকে মনোনিবেশ করছি।’ তাঁকে নিয়ে সমালোচনা হওয়াটাকে তিনি স্বাভাবিকভাবে নিচ্ছেন। তিনি জানান, তাঁর মা-বাবা তাঁকে পরিশ্রম করতে শিখিয়েছেন, বড় মঞ্চে অনেক বিতর্ক হয় তাই তিনি তা নিয়ে চিন্তিত নন।
আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)