Shane Warne Injured: বাইক দুর্ঘটনা, গুরুতর আহত শেন ওয়ার্ন
Sharne Warne Accident : প্রায় ৩০০ কেজি বাইক পড়ে যায় ওয়ার্নের পায়ে, সেই অবস্থায় কিছুটা রাস্তায় ঘষতে ঘষতে যান তিনি।
মেলবোর্ন : বাইক দুর্ঘটনার (Motorbike Accident) কবলে পড়ে গুরুতর আহত শেন ওয়ার্ন (Shane Warne)। কয়েকমাসেই আগেই শেন ওয়ার্ন ও তাঁর ছেলে জ্যাকসন মোটরবাইকের লাইসেন্স পান। ছেলেকে নিয়ে তিনি মাঝেমধ্যেই লং ড্রাইভেও বেরিয়ে পরেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভক্তদের যে অভিজ্ঞতার কথা নিজে ভাগও করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি স্পিনার। তেমনভাবেই লং ড্রাইভ সেরে মেলবোর্নে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন ওয়ার্ন।
তাঁর আঘাত ঠিক কতটা গুরুতর তা নিয়ে এখনও সরকারিভাবে কোনও তথ্য সামনে আসেনি। তবে আশঙ্কা, সম্ভবত পা ভেঙেছে (fears broke his foot) শেন ওয়ার্নের। জানা যাচ্ছে, দুর্ঘটনার পরে প্রায় ৩০০ কেজি ওজনের বাইক শেন ওয়ার্নের পায়ের ওপর পড়ে যায়। সেই অবস্থায় রাস্তায় পিছলে পড়ে প্রায় ১৫ মিটার ঘষতে ঘষতে যান ওয়ার্ন। যার জেরে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি পায়ে, কোমরে চোট পান।
View this post on Instagram
অস্ট্রেলিয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনার পর থিতু হয়ে বাড়ি ফিরে আসেন শেন ওয়ার্ন। সেই মুহূর্তে তিনি হাসপাতালে যাননি। তবে সকালে ঘুম থেকে ওঠার পর পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাঁকে চেক আপের জন্য ছুটতে হয় হাসপাতালে।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স, সহ-অধিনায়কের দায়িত্বে স্মিথ