(Source: ECI/ABP News/ABP Majha)
Rafael Nadal: এক সেট খুইয়েও অস্ট্রেলীয় ওপেনের দ্বিতীয় রাউন্ডে নাদাল, স্পর্শ করলেন লেন্ডলের কীর্তি
Rafa Nadal: অস্ট্রেলীয় ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন রাফা। শীর্ষ বাছাই স্পেনীয় তারকা জিতলেন কষ্ট করে। ২১ বছর বয়সী প্রতিপক্ষ জ্যাক ড্র্যাপারকে ৭-৫, ২-৬, ৬-৪, ৬-১ সেটে হারালেন।
মেলবোর্ন: নিজের সেরা ছন্দে ছিলেন না। একটি সেট খুইয়েছিলেন। তবু শেষ হাসি তোলা ছিল রাফায়েল নাদালের (Rafael Nadal) জন্যই। অস্ট্রেলীয় ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন রাফা। শীর্ষ বাছাই স্পেনীয় তারকা জিতলেন কষ্ট করে। ২১ বছর বয়সী প্রতিপক্ষ জ্যাক ড্র্যাপারকে ৭-৫, ২-৬, ৬-৪, ৬-১ সেটে হারালেন নাদাল। সেই সঙ্গে স্পর্শ করলেন ইভান লেন্ডলকে।
ওপেন যুগে এটিপি ট্যুরে কেরিয়ারের ১০৬৮তম ম্যাচ জিতলেন রাফা। যে নজির রয়েছে ইভান লেন্ডলের। অন্য দিকে গোড়ালির চোটের জন্য প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন নিক কিরিয়স।
৩ ঘণ্টা ৪১ মিনিটের লড়াইয়ে একমাত্র চতুর্থ সেটে নাদালকে চেনা মেজাজে পাওয়া গিয়েছে। ম্যাচ হারলেও ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদালকে বেশ বেগ দিলেন এখনও কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন না হওয়া ইংরেজ তরুণ। নাদালের মতোই ড্র্যাপারও বাঁহাতি। লড়াই হল হাড্ডাহাড্ডি। নাদালের ছ’টি এস সার্ভিসের জবাবে ড্র্যাপার করলেন ১৩টি এস। নাদাল টেক্কা দিলেন প্রথম সার্ভিস এবং তাতে পয়েন্ট জেতার ক্ষেত্রে। উইনার মারাতেও এগিয়ে ছিলেন রাফা।
View this post on Instagram
গোড়ালির চোটের জন্য অস্ট্রেলীয় ওপেন থেকে ছিটকে গেলেন কিরিয়স। এ বার ঘরের কোর্টে খেতাব জয়ের অন্যতম দাবিদার ছিলেন কিরিয়স। সোমবার নাম প্রত্যাহার করতে বাধ্য হলেন তিনি। গোড়ালির চোট বেশ কিছু দিন ধরেই ভোগাচ্ছিল তাঁকে। সঙ্গে হাঁটুতেও সমস্যা দেখা দেওয়ায় বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম থেকে সরে দাঁড়ালেন কিরিয়স।
আরও পড়ুন: আমার টেস্ট দলে তুমি আছো, টিম ইন্ডিয়ায় ব্রাত্য সরফরাজের মন খারাপ কাটাতে বলছেন বাবা