Babar Azam: একইদিনে বিরাট ও রোহিতের রেকর্ড ভাঙলেন বাবর আজম
PAK vs BAN: বৃহস্পতিবার বাবরের ৫৫ ও মহম্মদ রিজওয়ানের ৬৯ রানের ইনিংসে ভর করে বাংলাদেশকে সাত উইকেটে পরাজিত করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে শাকিব আল হাসান ৬৮ ও লিটন দাস ৬৯ রান করলেও, তা কাজে দিল না।
ক্রাইস্টচার্চ: মাঝে এশিয়া কাপের সময় কিছুটা ছন্নছাড়া দেখাচ্ছিল বাবর আজমকে (Babar Azam)। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ফের ছন্দে পাকিস্তান অধিনায়ক। ত্রিদেশীয় সিরিজে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করলেন বাবর। এই অর্ধশতরানের সুবাদেই একই দিনে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) দুই পৃথক রেকর্ড ভেঙে ফেললেন পাক তারকা।
কোহলির রেকর্ড ভাঙলেন পাক অধিনায়ক
বাংলাদেশের বিরুদ্ধে ১৭৪ রান তাড়া করতে নেমে বাবর আজম ৪০ বলে ৫৫ রানের একটি ইনিংস খেলেন। এর ফলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের গণ্ডি পার করে ফেললেন। এশিয়ান ব্যাটারদের মধ্যে সবথেকে কম ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করলেন বাবর। ২৭ বছর বয়সি বাবর মাত্র ২৫১ ইনিংসে ১১ হাজার আন্তর্জাতিক রান সম্পূর্ণ করলেন। এতদিন পর্যন্ত বিরাট কোহলির কাছেই দ্রুততম এশিয়ান ব্য়াটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করার কৃতিত্ব ছিল। বিরাট ২৬১ ইনিংসে ১১ হাজার রান করেছিলেন। বাবর তাঁর থেকে ১০ ইনিংস কম খেলেই সেই গণ্ডি পার করে ফেললেন।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সুনীল গাওস্কর। তিনি ২৬২ ইনিংসে ১১ হাজার আন্তর্জাতিক রান করেছিলেন। বাবর ৭৫টি টেস্ট ইনিংসে ৩১২২ রান, ৯০টি ওয়ান ডে ইনিংসে ৪৬৬৪ রান ও ৮৬টি টি-টোয়েন্টি ইনিংসে ৩২১৬ রান করেছেন। এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবর ২৯তম অর্ধশতরান করেন। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি অর্ধশতরান করার বিষয়ে একমাত্র কোহলিই তাঁর থেকে এগিয়ে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক টি-টোয়েন্টিতে মোট ৩৩টি অর্ধশতরান করেছেন। বাবর এদিন বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে টপকে গেলেন।
রোহিতকে পিছনে ফেললেন বাবর
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক রোহিত। তিনি মোট ২৮টি অর্ধশতরান করেছেন এই ফর্ম্যাটে। একদা রোহিতের দখলেই সর্বাধিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতরান করার রেকর্ড থাকলেও, কোহলি রোহিতকে আগেই পার করে গিয়েছিলেন। এবার বাবরও তাঁকে পিছনে ফেললেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার বাবরের ৫৫ ও মহম্মদ রিজওয়ানের ৬৯ রানের ইনিংসে ভর করে বাংলাদেশকে সাত উইকেটে পরাজিত করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে শাকিব আল হাসান ৬৮ ও লিটন দাস ৬৯ রান করলেও, তাতে লাভের লাভ কিছুই হয়নি।
আরও পড়ুন: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই রেকর্ডগুলি ভাঙতে পারেন বিরাট কোহলি