Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে চাঞ্চল্য! বাবর আজমের ফোন ধরছেন না পিসিবি চেয়ারম্যান?
World Cup 2023, Pakistan Cricket: এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দল চলতি বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলেছে। মোট ২টো ম্যাচ জিতেছে তারা। ৪ ম্যাচ হেরেছে।
করাচি: একেই বিশ্বকাপে একের পর এক ব্যর্থতা সঙ্গী। পরপর ম্যাচে হার। তার মধ্যে এবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এল। চলতি বিশ্বকাপে (World Cup 2023) টানা চার ম্যাচে হেরেছে পাকিস্তান (Pakistan Cricket Team)। এমনকী শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছিল বাবর আজমের দল। এবার আরও একটি চাঞ্চল্যকর কথা বললেন প্রাক্তন পাক ক্রিকেটার রাশিদ লতিফ। সম্প্রতি এক টেলিভিশন শোয়ে লতিফ বলেন, লতিফ একটি টেলিভিশন শোয়ে বলেন, ''আমি জানি বাবর ভারত থেকে যখন আশরফকে ফোন করছে তখন আশরফ ওর ফোন ধরছে না। এমনকি, মেসেজ করলেও তার জবাব দিচ্ছে না। বাবরের উপর খুব রেগে রয়েছে আশরফ। আরও বড় কথা পাকিস্তানের ক্রিকেটাররা এখনও বেতন পাননি। বিশ্বকাপ খেলতে আসার আগে চুক্তি নবীকরণ হয়েছিল বাবরদের। সেই চুক্তি এখনও বাস্তবায়িত না হওয়ায় বেতন পাচ্ছেন না তাঁরা। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই ওরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তিতে সই করেছিল। কিন্তু এখন বোর্ডের কয়েক জন আধিকারিক ওদের জানিয়েছে, সেই সব চুক্তি খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বকাপের পারফরম্যান্সের উপর নির্ভর করে চুক্তিতে বদল হতে পারে।''
سابق کرکٹر راشد لطیف صاحب نے حیرت انگیز انکشاف کیا ہے کہ جناب پروفیشنل چئیرمین پی سی بی مینجمنٹ کمیٹی ذکاء اشرف صاحب قومی ٹیم کے کپتان بابر اعظم کے میسجز اور کالز کا جواب نہیں دے رہے.. کپتان نے عثمان واہلہ سلمان نصیر سے بھی رابطہ کیا انہوں نے بھی کوئی جواب نہیں دیا...
— Qadir Khawaja (@iamqadirkhawaja) October 27, 2023
اور اب ذکاء… pic.twitter.com/QBgDnO14HS
বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করলেও, লে পাকিস্তান দল (Pakistan Cricket Team) একেবারেই কাঙ্খিতভাবে পারফর্ম করতে পারিনি। প্রথম দুই ম্যাচ জয়ের পর নাগাড়ে তিন ম্যাচ হারতে হয়েছে বাবর বাহিনীকে। প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অধিনায়ক বাবরকে । অনেক বিশেষজ্ঞ বাবর আজমকে অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলারও পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমেছিল পাকিস্তান।
সেই ম্যাচে পরাজিত হয়ে পাকিস্তান দলের সেমিফাইনালে পৌঁছনোর আশা কার্যত শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে ইনফর্ম প্রোটিয়াদের বিরুদ্ধে বাবররা মরণ-বাঁচন ম্যাচে নামতে চলেছেন। সেই ম্যাচের আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যা অধিনায়ক বাবরের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট প্রশ্ন খাড়া করে।
পিসিবির তরফে বিবৃতিতে বলা হয়, ''মিডিয়ার দ্বারা অধিনায়ক বাবর আজম এবং টিম ম্যানেজমেন্টকে যে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এক্ষেত্রে বোর্ড প্রাক্তনীদের সঙ্গে সহমত যে খেলায় হার এবং জিত, দুইই আছে। অধিনায়ক বাবর আজম এবং প্রধান নির্বাচক ইনজামাম উল হককে তাঁদের নিজেদের পছন্দমতো বিশ্বকাপের দল বাছাইয়ের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল।''