এক্সপ্লোর
এএফসি কাপে মাজিয়ার বিরুদ্ধে ২-৫ হারল মোহনবাগান

কলকাতা: আই লিগ চ্যাম্পিয়ন হওয়া যায়নি। এবার এএফসি কাপেও মুখ থুবড়ে পড়ল মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে ২-৫ গোলে হেরে গেল বাগান। প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে পড়ে সবুজ-মেরুন ব্রিগেড। ৪৮ মিনিটে ব্যবধান কমান কিংশুক দেবনাথ। তবে আরও দুটি গোল করে মাজিয়া। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান জেজে। এএফসি কাপে চার ম্যাচ খেলে মাত্র তিন পয়েন্ট পেয়েছে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি এবং আবাহনীর বিরুদ্ধে ম্যাচ বাকি। ৯ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে বেঙ্গালুরু ও মাজিয়া।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















