এক্সপ্লোর
Advertisement
মানহানি মামলায় কীর্তি আজাদের জামিন মঞ্জুর
নয়াদিল্লি: এক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারের বাবার দায়ের করা মানমানির মামলায় জামিন পেলেন প্রাক্তন ক্রিকেটার তথা সাসপেন্ড হওয়া বিজেপি সাংসদ কীর্তি আজাদ। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং সম পরিমাণ অর্থের জামিনদারের ভিত্তিতে জামিন মঞ্জুর করা হয়েছে। কীর্তির পাশাপাশি অপর এক প্রাক্তন ক্রিকেটার সুরিন্দর খন্না এবং ক্রিকেট কর্তা সমীর বাহাদুরও জামিন পেয়েছেন। এই মামলাতেই ভারতের প্রাক্তন অধিনায়ক বিষেণ সিংহ বেদীকে আদালেত হাজির হওয়া থেকে ছাড় দেওয়া হয়েছে।
কীর্তিদের বিরুদ্ধে অভিযোগ, বিজয় হাজারে ট্রফির দলে ওই ক্রিকেটারের সুযোগ পাওয়া নিয়ে অসৎ উদ্দেশ্যে মিথ্যা বিবৃতি দিয়েছিলেন তাঁরা। জামিন মঞ্জুর করা হলেও, কীর্তিদের এই মামলা থেকে রেহাই দেওয়া হয়নি। ১৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।
কীর্তি অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতি নিয়ে সরব হওয়ার জন্যই তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement