এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
বল-বিকৃতির ঘটনা দিয়ে স্মিথদের বিচার করা ঠিক নয়, বলছেন রোহিত শর্মা
![বল-বিকৃতির ঘটনা দিয়ে স্মিথদের বিচার করা ঠিক নয়, বলছেন রোহিত শর্মা Ball tampering incident should not define Smith & Co: Rohit বল-বিকৃতির ঘটনা দিয়ে স্মিথদের বিচার করা ঠিক নয়, বলছেন রোহিত শর্মা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/29232559/DZcfajJX4AE6ZSe.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: বল-বিকৃতির ঘটনার নিন্দা করলেও, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের পাশেই আছেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোহিত শর্মা। তিনি ট্যুইট করে বলেছেন, ‘স্টিভ স্মিথকে বিমানবন্দরে ঘিরে ধরে নিয়ে যাওয়া এবং তাঁর সাম্প্রতিকতম সাংবাদিক বৈঠকের ভিডিও আমার মধ্যে অনুরণিত হচ্ছে। খেলার স্পিরিট যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা অস্বীকার করা যাবে না। ওরা ভুল করেছে এবং সেটা স্বীকার করেছে। আমার এখানে বসে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা অনুচিত। তবে ওরা মহান খেলোয়াড়। এই ঘটনার মাধ্যমে ওদের বিচার করা ঠিক নয়।’
— Rohit Sharma (@ImRo45) March 29, 2018
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে বাবা পিটারকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে বল-বিকৃতির জন্য ক্ষমা চেয়েছেন। সাংবাদিক বৈঠকেই তিনি কেঁদে ফেলেন। ওয়ার্নার ও ব্যানক্রফটও এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।
This is disgraceful ! @stevesmith49 is not a criminal !!!!! pic.twitter.com/b2SsfakARo
— Shane Warne (@ShaneWarne) March 28, 2018
রোহিতের মতোই স্মিথদের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। জোহানেসবার্গ বিমানবন্দরে নিরাপত্তারক্ষীরা স্মিথকে ঘিরে ধরে নিয়ে যাচ্ছেন দেখে তিনি রাগে ফেটে পড়েছেন। ট্যুইটারে ওয়ার্ন লিখেছেন, এটা অমর্যাদাকর। স্মিথ অপরাধী না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)