Ballon d'Or: সপ্তম ব্যালোঁ দ'র পুরস্কারের দৌড়ে মেসি, অন্যতম প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো
সম্প্রতি, ২০২১ সালের জন্য পুরুষদের ব্যালোঁ দ'র পুরস্কারের ২০ জনের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে...
জেনিভা: রেকর্ড সপ্তম ব্যালোঁ দ'র পুরস্কারের জয়ের লক্ষ্যে লিওনেল মেসি।
সম্প্রতি, ২০২১ সালের জন্য পুরুষদের ব্যালোঁ দ'র পুরস্কারের ২০ জনের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে মেসির প্রতিদ্বন্দ্বীর তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এখনও পর্যন্ত ৬ বার এই শিরোপা জিতেছেন মেসি, যা একটা রেকর্ড। পাঁচটা ব্যালোঁ দ'র পুরস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দুই মহারথীই একমাত্র তিনবারের বেশি এই পুরস্কার জিতেছেন।
চলতি বছরের গোড়ায়,ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন হয় মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনা।
তবে, মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবার্ট লেওয়ান্দোস্কি, যিনি ২০২০-২১ মরশুমে ৪১ গোল করে এক মরশুমে বুন্দেশলিগায় গার্ড মুলারের গোল করার রেকর্ড ভেঙেছেন।
২০২১ ইউরোপীয় গোল্ডেন শ্য়ু বিজয়ী লেওয়ান্দোস্কি ২০২০ সালে ব্যালোঁ দ'র পুরস্কারের জন্য শীর্ষস্থানীয় প্রার্থী ছিলেন যখন তিনি বায়ার্নের তিন সাফল্যে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে পুরস্কার অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল।
চেলসির মিডফিল্ডার জোরগিনহো আরেক প্রতিদ্বন্দ্বী, কারণ তিনি তার দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি ইউরো ২০২০ -এ ইতালির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
ব্যালোঁ দ'র পুরস্কারটি প্রতিবছর ফরাসি ফুটবলের সভাপতিত্বে দেওয়া হয়ে থাকে। পুরুষদের পুরষ্কারটি প্রথম ১৯৫৬ সালে ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউসের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং প্রথম মহিলা পুরস্কার ২০১৮ সালে শুরু হয়েছিল। লিয়ঁর আদা হেগারবার্গ জিতেছিলেন।
২০০৯ সালে বন্ধ হয়ে যাওয়া ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার-এর পর শুরু ২০১৬ সালে শুরু হওয়া ফিফার দ্য বেস্ট পুরস্কারের সঙ্গে সমান্তরালভাবে চলে ব্যালোঁ দ'র। ফিফা ব্যালোঁ দ'র তৈরির জন্য ছয় বছর ধরে পুরস্কারগুলি একত্রিত করা হয়েছিল।
২০১৮ সাল বাদ দিলে, ২০০৮ সাল থেকে মেসি বা রোনান্ডো প্রত্যেক বছর পালা পালা করে এই পুরস্কার জিতেছেন। ২০১৮ সালে এটি জেতেন লুকা মডরিচ। গত বছর তার প্রতিষ্ঠার পর প্রথম ছিল যখন কোন বিজয়ী ছিল না।