Rohit Sharma on Kohli: ''বিরাটকে ছাড়া ভারতীয় দল অসম্পূর্ণ'', অধিনায়ক হওয়ার পর কী বললেন রােহিত?
Rohit Sharma on Kohli: সোশ্যাল মিডিয়ায় (social media) ''শেম অন বিসিসিআই'' ট্রেন্ড হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহর দিকেও আঙুল তুলেছেন অনেকে। তবে এবার অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন রোহিত শর্মা।
মুম্বই: ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। টি-টোয়েন্টির পর এবার ওয়ান ডে (one day) ফর্ম্যাটেও জাতীয় দলের নতুন অধিনায়ক (captain) এখন রোহিত (rohit sharma)। কিন্তু বিরাট কোহলিকে (virat kohli) জাতীয় দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় (social media) ''শেম অন বিসিসিআই'' ট্রেন্ড হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহর দিকেও আঙুল তুলেছেন অনেকে। তবে এবার অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন রোহিত শর্মা। বিরাট কোহলি ছাড়া যে ভারতীয় ক্রিকেট দল অসম্পূর্ণ সে কথাই বলেন তিনি।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে অধিনায়ক থাকবেন বিরাট। কিন্তু সীমিত ওভারের সিরিজে অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা। বিরাটকে নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলছেন, ''বিরাট কোহলি ছাড়া ভারতীয় দল অসম্পূর্ণ। ওঁর সেরা ফর্ম সবসময় আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৫০ এর ওপর গড় কিন্তু মুখের কথা নয়। অবিশ্বাস্য। ওঁর যে ক্ষমতা রয়েছে, তা আমরা সবাই জানি। বিভিন্ন দরকারের সময় খারাপ পরিস্থিতিতে দলকে উদ্ধার করেছে বিরাট।''
এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে রোহিত আরও বলেন, ''যেই দক্ষতা ওঁর ব্যাটিংয়ে রয়েছে। তা দলের ভীষণভাবে দরকার। এছাড়া এখনও বিরাট দলের একজন সিনিয়র নেতা। এই সব বিষয়গুলো যখন দেখা যায়, তখন বোঝা যায় যে ওঁকে ছাড়া কোনওভাবেই এই দল সম্পূর্ণ নয়।''
এর আগে, গতকাল বিরাটকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় দলে দু’জন আলাদা অধিনায়ক রাখতে রাজি হননি নির্বাচকরা। কারণ, তার ফলে সমস্যা হতে পারত। সেই কারণেই বিরাট কোহলিকে ভারতের একদিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ এমনই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ জানিয়েছেন, ‘আমরা বিরাটকে টি-২০ দলের অধিনায়কের পদ থেকে সরে না যাওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু ও অধিনায়ক থাকতে চায়নি। তারপর নির্বাচকরা ঠিক করেন, সাদা বলের দুই ফর্ম্যাটে দু’জন অধিনায়ক রাখা ঠিক হবে না। আমি ব্যক্তিগতভাবে বিরাটের সঙ্গে কথা বলেছি। দল নির্বাচন কমিটির চেয়ারম্যানও বিরাটের সঙ্গে কথা বলেছেন।’