![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vinod Kambli News: ফোনে এনিডেস্ক ইনস্টল করতেই ফাঁকা অ্যাকাউন্ট, সাইবার প্রতারণায় মোটা টাকা খোয়ালেন বিনোদ কাম্বলি
Mumbai News: গত মঙ্গলবার মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা থানায় সাইবার প্রতারণার (Cyber Crime) শিকার হয়েছেন বলে অভিযোগ দায়ের করেন কাম্বলি (Vinod Kambli)। সবমিলিয়ে ১ লক্ষ ১৪ হাজার টাকা খোয়া গিয়েছে তাঁর
![Vinod Kambli News: ফোনে এনিডেস্ক ইনস্টল করতেই ফাঁকা অ্যাকাউন্ট, সাইবার প্রতারণায় মোটা টাকা খোয়ালেন বিনোদ কাম্বলি Mumbai Former Cricketer Vinod Kambli duped of Rs 1 lakh in Cyber fraud Vinod Kambli News: ফোনে এনিডেস্ক ইনস্টল করতেই ফাঁকা অ্যাকাউন্ট, সাইবার প্রতারণায় মোটা টাকা খোয়ালেন বিনোদ কাম্বলি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/10/1207b1e6203955c771471fe02c466f7d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সাইবার প্রতারণাচক্রের (Cyber Fraud) ফাঁদে পা দিয়ে এ বার মোটা টাকা খোয়ালেন প্রাক্তন ক্রিকেটার (Cricketer) বিনোদ কাম্বলি (Vinod Kambli)। এনিডেস্ক অ্যাপ্লিকেশনের (Anydesk Application) মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ১৪ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ (Mumbai Police)।
গত মঙ্গলবার মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা থানায় (Bandra Police Station) সাইবার প্রতারণার (Cyber Crime) শিকার হয়েছেন বলে অভিযোগ দায়ের করেন বিনোদ কাম্বলি (Former Cricketer Vinod Kambli)। তিনি জানান, একটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Private Bank Account) রয়েছে তাঁর। সেই ব্যাঙ্কের আধিকারিক সেজে এক ব্যক্তি ফোন করেন তাঁকে। কেওয়াইসি (KYC) আপডেট করার জন্য তাঁকে গুগল প্লে-স্টোর থেকে এনিডেস্ক ইনস্টল (Anydesk Appication) করতে বলেন।
কাম্বলির (Vinod Kambli) জানিয়েছেন, এনিডেস্ক ইনস্টল করে তার অ্যাকসেস কোড ওই ব্যক্তিকে দেন তিনি। তাতেই কাম্বলির ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ওই ব্যক্তির হাতে চলে যায়। তারপর নেটমাধ্যমে স্বল্প টাকার লেনদেন করতে বলা হয় তাঁকে। তাতে ওটিপি-সহ ব্যাঙ্কের অন্যান্য তথ্য অভিযুক্তের হাতে চলে যায়। তা ব্যবহার করে তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ১৪ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ কাম্বলির।
তবে সঙ্গে সঙ্গে কিছুই বুঝতে পারেননি কাম্বলি (Vinod Kambli)। অ্যাকাউন্ট (Bank Fraud) থেকে টাকা কেটে নেওয়া হয়েছে বলে ফোনে মেসেজ ঢুকলে টনক নড়ে তাঁর। তখনই ব্যাঙ্কে ফোন করে খবর দেন এবং বান্দ্রা থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। এ নিয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করেননি কাম্বলি। তবে বান্দ্রা থানার (Bandra Police Station) সিনিয়র ইন্সপেক্টর মনোহর ধানওয়াড়ে জানিয়েছেন, তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন।
আরও পড়ুন: সাবধান! এই সংখ্যার বেশি মোবাইল সিম রয়েছে ? আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
আরও পড়ুন: ওমিক্রন আক্রান্ত হলেন বুস্টার ডোজ নেওয়া ২ ব্যক্তি, চিন্তা বাড়ল বিশ্বে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)