(Source: ECI/ABP News/ABP Majha)
Paytm Home Series: বিশ্বকাপের আগে ঠাসা সূচি, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার বিরদ্ধে সিরিজ ঘোষণা করল বিসিসিআই
Indian Cricket Team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সমসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
মুম্বই: চলছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, তারপরেই জিম্বাবোয়ে সফর, আসছে এশিয়া কাপ, কয়েক মাস পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপও। এরই মাঝে বুধবার (৩ অগাস্ট) অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের ঘোষণা করল বিসিসিআই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দল নিজেদের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চায় না। তাই প্রিমিয়াম টুর্নামেন্টের আগে একগুচ্ছ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। দেশের মাটিতে রোহিতদের অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলার কথা আগেই শোনা যাচ্ছিল। এবার সূচি ঘোষণা করে সেই জল্পনায় শিলমোহর দিল ভারতীয় বোর্ড।
অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে শুরু মরসুম
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দিয়েই শুরু হচ্ছে ভারতের ২০২২-২৩ আন্তর্জাতিক ঘরোয়া মরসুম। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ, শেষ ২৫ সেপ্টেম্বর। ২০ সেপ্টেম্বর মোহালিতে প্রথম টি-টোয়েন্টি. এরপর ২৩ সেপ্টেম্বর নাগপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে হায়দরাবাদে। এই সিরিজ শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়ে যাবে।
ওয়ান ডেতে দ্বিতীয় সারির দল!
২৮ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ২ অক্টোবর গুয়াহাটিতে দ্বিতীয় ও ইন্দোর শেষ টি-টোয়েন্টি খেলা হবে ৪ অক্টোবর। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেললেও, প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলবে ভারতীয় দল। ৬ থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। ওয়ান ডে সিরিজের ভেন্যু হিসাব যথাক্রমে লখনউ, রাঁচি ও দিল্লির নাম ঘোষণা করা হয়েছে। এই সিরিজের সময়ই প্রধান ভারতীয় দলের অস্ট্রেলিয়ার উড়ে যাওয়ার কথা। তাই এই সিরিজে সম্ভবত দ্বিতীয় সারির ভারতীয় দল অংশ নেবে।
আরও পড়ুন: ব়্যাঙ্কিংয়ে অভূতপূর্ব উন্নতি, বাবরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সূর্যকুমার যাদব