BCCI Exclusive: সৌরভের বোর্ডের মাস্টারস্ট্রোক! ক্রিকেটের ক্লাস নেবেন ব্যাডমিন্টনের কিংবদন্তি গোপীচন্দ
ABP Exclusive: ক্রিকেটের ক্লাস নিতে আসবেন ব্যাডমিন্টনের কিংবদন্তি পুল্লেলা গোপীচন্দ। সঙ্গে থাকবেন ক্রিকেটার কে এল রাহুল, কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর ও বোর্ডের পিচ কমিটির প্রধান আশিস ভৌমিক।
সন্দীপ সরকার, কলকাতা: ক্রিকেট প্রশাসনে আসার পর থেকে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েই জাতীয় দলের কোচ করে নিয়ে এসেছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে (rahul dravid)। সেই সঙ্গে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান করেছেন ভি ভি এস লক্ষ্মণকে (VVS Laxman)।
সৌরভ-রাহুল-লক্ষ্মণ ত্রয়ীর হাত ধরে ফের এক অভিনব দৃশ্য দেখতে চলেছে ভারতীয় ক্রিকেট (Indian Cricket)। যখন ক্রিকেটের ক্লাস নিতে আসবেন ব্যাডমিন্টনের কিংবদন্তি পুল্লেলা গোপীচন্দ (Pullela Gopichand)। সঙ্গে থাকবেন ক্রিকেটার কে এল রাহুল (KL Rahul), কলকাতা নাইট রাইডার্সের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) বেঙ্কি মাইসোর ও বোর্ডের পিচ কমিটির প্রধান আশিস ভৌমিক।
২৪ জুলাই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (NCA)-তে আয়োজিত হতে চলেছে বিশেষ এক সেমিনার। সেখানে ঘরোয়া ক্রিকেটের এক ঝাঁক কোচের সামনে বক্তব্য পেশ করবেন গোপীচন্দ-সহ চার ক্ষেত্রের চার কৃতী। সাইনা নেহওয়াল, পি ভি সিন্ধুদের মতো মহাতারকাদের উত্থান যাঁর হাত ধরে, যিনি নিজে খেলোয়াড় হিসাবে অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেই গোপীচন্দ নিজের অভিজ্ঞতা আর প্লেয়ার তৈরির দর্শন শোনাবেন ক্রিকেট কোচেদের। অভিনব এই উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন প্রাক্তন অফস্পিনার তথা বাংলার সিনিয়র দলের কোচ সৌরাশিস লাহিড়ী। সেখানে কিংবদন্তি কোচ ট্রয় কুলির কাছে কোচিংয়ের স্পেশ্যাল সেশন করছেন তিনি। দেশের কয়েকজন বাছাই করা কোচের সঙ্গে। বেঙ্গালুরু থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে সৌরাশিস বললেন, 'অসাধারণ উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গোপীচন্দের হাত ধরে ভারত অলিম্পিক্স থেকে একাধিক পদকজয়ী পেয়েছে। চ্যাম্পিয়ন গড়ে তোলার মূল মন্ত্র কী, তা নিয়ে বক্তব্য় রাখবেন কিংবদন্তি গোপীচন্দ। কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর সেমিনারে জানাবেন, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো একজন ক্রিকেটারের থেকে ঠিক কী কী প্রত্যাশা করে। কে এল রাহুলও বক্তব্য রাখবে। জানাবে, ক্রিকেটারেরা একজন কোচের কাছে কী চায়। সেই সঙ্গে বক্তব্য রাখবেন বোর্ডের পিচ কমিটির প্রধান আশিস ভৌমিক। পিচ আধুনিক ক্রিকেটের ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। কোচেদেরও বাইশ গজ নিয়ে ভীষণরকমভাবে ওয়াকিবহাল থাকতে হয়। নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন আশিস ভৌমিক।'
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সৌরাশিস
সৌরাশিস জানালেন, আন্তর্জাতিক ক্রিকেটের শর্ত মেনে জাতীয় দল ও রাজ্য দল এবং বিভিন্ন বয়সভিত্তিক দলের মধ্যে একটা সমণ্বয় গড়ে তুলতে বদ্ধপরিকর বোর্ড। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দেশের উঠতি ও প্রতিভাবান ৭৫ ক্রিকেটারকে রেখে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কোচেদেরও আরও পারদর্শী করে তুলতে চায় বোর্ড। যাতে তাঁদের তত্ত্বাবধানে ক্রিকেটারেরা আধুনিক পর্যায়ের ক্রিকেটে নিজেদের সেরা পারফরম্যান্স করতে পারেন। সেই কারণেই বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের দিয়ে সেমিনার করানোর অভিনব এই ভাবনা।
আপাতত গুরু গোপীর বক্তব্য শুনতে মুখিয়ে রয়েছেন সকলে।
আরও পড়ুন: বাংলার বোলিং কোচ হওয়ার প্রস্তাব বিধায়ক দিন্দাকে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সৌরভ?