IND vs PAK: ম্যাচ নয়, অনুশীলনেই বিরাটদের এক ঝলক দেখার জন্য উপচে পড়ল ভিড়
Indian Cricket Team: ভারতের অনুশীলনে বিরাটের কভার ড্রাইভ থেকে ঋষভ পন্থের স্টেপ আউটের সাক্ষী থাকলেন বহু সমর্থক।
মেলবোর্ন: কালই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় (IND vs PAK) দলের মহারণ। সেই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। তার আগে আজ মেলবোর্নে অনুশীলনে ঘাম ঝড়াল ভারতীয় দল (Indian Cricket Team)। বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা, সকলেই উপস্থিত ছিলেন ভারতীয় দলের অনুশীলনে। প্রিয় তারকাদের এক ঝলক দেখতেই উপচে পড়ল ভিড়।
অনুশীলনে ভিড় সমর্থকদের
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় দল। বর্তমানে বিভিন্ন টুর্নামেন্ট ছাড়া আর ভারত ও পাকিস্তানের ম্যাচ হয় না। তাই এই ম্য়াচগুলি ঘিরে উত্তেজনা থাকে। আর ভারতীয় দল বিশ্বের যেখানেই খেলুক না কেন, টিম ইন্ডিয়ার কোনওদিনই সমর্থনের অভাব হয় না। মেলবোর্নেও ভারতীয় দলকে অনুশীলন করতে দেখার জন্য ভিড় উপচে পড়ল। সেই ছবি দেখে বোঝা দেয় যে ম্যাচ নয়, এদিন ভারতীয় দল কেবল অনুশীলনেই নেমেছিল। কাল এক লাখ দর্শকের উপস্থিতিতে ভারত-পাক মহারণের পরিবেশ ঠিক কেমন হতে চলেছে, তার পূর্বাভাস আজকের এই ঘটনাই দেয়।
It wasn't a match day but hundreds of Indian fans turned up to watch #TeamIndia nets today at the MCG. 🇮🇳🥁👏#T20WorldCup pic.twitter.com/z3ZiICSHL8
— BCCI (@BCCI) October 22, 2022
সূর্যকে নিয়ে ভাবনা নয়
আইসিসির ক্রমতালিকায় ভারতের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও দুরন্ত ফর্মে ছিলেন সূর্য। অনেক বিশেষজ্ঞই মনে করছেন ভারত-পাকিস্তান ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন সূর্য। তবে সূর্যকুমারকে নিয়ে একেবারেই চিন্তিত নন আমির। তাঁর দাবি, 'পাকিস্তানের বোলিং আক্রমণ যতটা শক্তিশালী, সেই দিকটা বিচার করে আমার মতে পাকিস্তানই এগিয়ে। ভারতীয় দল নিঃসন্দেহে প্রতিভাবান। অনেকেই সূর্যকুমারের বিষয়ে বলছেন, তবে আমি পাকিস্তান অধিনায়ক হলে সেই নিয়ে বেশি চাপ নিতাম না। রোজ রোজ তো কেউ ভিভ রিচার্ডসের মতো ব্যাট করতে পারে না। ওরকম ওঁ একজনই ছিল। হ্যাঁ, তবে ভারতের হয়ে কোহলি ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, রোহিত শর্মাও আছেন দলে।'
ভারতীয় দলকে এখনও পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপের মঞ্চে মাত্র একবারই হারিয়েছে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান। গত মাসের এশিয়া কাপেও, ভারতীয় দল প্রথম রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও পরের রাউন্ডে পাকিস্তান জয় পায়। তাই কালকের ম্যাচের আগে কে এগিয়ে, কে পিছিয়ে, তা আগে থেকে বলা কিন্তু বেশ কঠিনই।