Stokes on Kohli: সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগেই কোহলি বন্দনায় স্টোকস
Stokes on T20 WC semifinal: বিশ্বকাপের সেমিফাইনাল যে আর পাঁচটা ম্যাচের মতো নয় এবং সেমিতে যে বাড়তি চাপ থাকে, সেটা স্পষ্ট মেনে নিচ্ছেন স্টোকস।
অ্যাডিলেড: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) সেমিফাইনালের মহারণ। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল (IND vs ENG)। সেই ম্যাচের আগে বিরাট বন্দনায় ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। বিরাট কোহলিকে (Virat Kohli) প্রশংসায় ভরিয়ে দিলেন স্টোকস।
বিরাট বন্দনা
কয়েক মাস আগেই বিরাট কোহলির ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। প্রশ্ন উঠছিল তাঁর ভারতীয় একাদশে জায়গা পাওয়া নিয়েও। তবে সেইসব এখন অতীত। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট। একের পর এক ম্যাচে ব্যাট হাতে নজর কাড়ছেন ভারতের তারকা ব্যাটার। বিরাটের ফর্মে প্রত্যাবর্তন সম্পর্কে কথা বলতে গিয়ে স্টোকস বলেন, 'ওঁকে কোনও ফর্ম্যাটেই বাতিলের খাতায় রাখে যায় না এবং ওঁ সেটা অর্জন করেছে। তিন ফর্ম্যাটেই ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছে ওঁ। তবে আমরা কোনও ম্যাচের আগে অতীতের দিকে তেমন নজর দিই না।'
View this post on Instagram
সেমিফাইনালের চাপ
বিশ্বকাপের সেমিফাইনাল যে আর পাঁচটা ম্যাচের মতো নয় এবং সেমিতে যে বাড়তি চাপ থাকে, সেটা স্পষ্ট মেনে নিচ্ছেন স্টোকস। 'বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ সবসময়ই কঠিন হয়। দুই গ্রপ থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করে দলগুলি সেমিফাইনালে পৌঁছেছে। এটা বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বৃহস্পতিবার চাপ থাকবেই। কোন দল সেই চাপের মাঝেও মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে পারবে, সেটাই ম্যাচের ফলাফল নির্ধারণে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।' মত স্টোকসের।
আরও পড়ুন: স্বস্তি ভারতীয় শিবিরে, গুরুতর নয় রোহিতের চোট, নেটে ফিরলেন অধিনায়ক