(Source: ECI/ABP News/ABP Majha)
East Bengal vs Bengaluru FC: এগিয়ে গিয়েও হার, প্রশ্ন রেফারিং নিয়ে, গোল নষ্টের খেসারত দিয়ে আইএসএলে ধাক্কা খেল ইস্টবেঙ্গল
ISL: চলতি মরশুমের আইএসএলে প্রথম কোনও ম্যাচ হারল ইস্টবেঙ্গল। বুধবার অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ১-২ হেরে গেল তারা।
বেঙ্গালুরু: আইএসএলে (ISL) ধাক্কা খেল লাল-হলুদ শিবির। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এগিয়ে গিয়েও বেঙ্গালুরু এফসি-র কাছে ২-১ গোলে হারল ইস্টবেঙ্গল (East Bengal vs Bengaluru FC)। কিক অফের পর ম্যাচের ১৫ মিনিটে নওরেম মহেশ সিংহের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুনীল ছেত্রী। তারপর একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। নন্দ কুমার, হরমনজ্যোৎ সিংহ খাবরা-রা সুযোগ নষ্ট করেন। শেষে ব্যাক ভলিতে জাভি হার্নান্দেজ দুরন্ত গোল করে বেঙ্গালুরুকে ৩ পয়েন্ট এনে দেন।
চলতি মরশুমের আইএসএলে প্রথম কোনও ম্যাচ হারল ইস্টবেঙ্গল। বুধবার অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ১-২ হেরে গেল তারা। প্রথমার্ধের শুরুতেই ১৫ মিনিটের মাথায় নওরেম মহেশ সিংয়ের অসাধারণ গোলে এগিয়ে যাওয়ার পরেও খালি হাতে ফিরতে হচ্ছে কার্লেস কুয়াদ্রাতের দলকে।
ম্যাচে রেফারির একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। এর পাশাপাশি বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করার খেসারতও দিতে হয়েছে লাল-হলুদকে। এদিন বেঙ্গালুরু এফসি-র হয়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুনীল ছেত্রী। এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে। রিপ্লে দেখে অনেকের মনে হয়েছে, সুনীলকে ধাক্কা দেননি বা ফাউল করেননি মন্দার রাও দেশাই। সামান্য স্পর্শ করতেই বক্সের মধ্যে পড়ে যান সুনীল। তাতেই পেনাল্টি দেন রেফারি। কিন্তু দ্বিতীয়ার্ধে বক্সের মধ্যে হাতে বল লাগা সত্ত্বেও ইস্টবেঙ্গলের পক্ষে পেনাল্টি দেননি রেফারি। এই নিয়েই ক্ষুব্ধ লাল-হলুদ সমর্থকেরা।
FT| The boys fought extremely hard, but the result didn’t go our way.
— East Bengal FC (@eastbengal_fc) October 4, 2023
We’ll regroup and come back stronger for #EBFCFCG! 💪#BFCEBFC #JoyEastBengal #EastBengalFC #ISL10 #ISL #LetsFootball pic.twitter.com/wFKUaVYprz
হায়দরাবাদের বিরুদ্ধে ক্লেটন গোল করে জিতিয়েছিলেন। কিন্তু প্রাক্তন দল বেঙ্গালুরুর বিরুদ্ধে জ্বলে উঠতে পারলেন না তিনি। সেই সঙ্গে রক্ষণের কিছু ভুল যার খেসারত ১-২ ম্যাচ হেরে ইস্টবেঙ্গলকে দিতে হল। বেঙ্গালুরুর এবার আইএসএলে এটাই প্রথম জয়। আর ইস্টবেঙ্গল তিন ম্যাচের মধ্যে প্রথম হারল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: স্পিনারদের হাতে আফগানিস্তানের বিশ্বকাপ ভাগ্য, তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারবেন রশিদরা?