এক্সপ্লোর
Advertisement
ডেভিস কাপে ভারতের নন-প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি
নয়াদিল্লি: ডেভিস কাপে ভারতের পরবর্তী নন-প্লেয়িং ক্যাপ্টেন নির্বাচিত হলেন মহেশ ভূপতি। তিনি আনন্দ অমৃতরাজের স্থলাভিষিক্ত হবেন। আগামী বছরের ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এশিয়া/ওশেনিয়া অঞ্চলের গ্রুপ পর্যায়ের টাই পর্যন্ত দায়িত্বে আছেন অমৃতরাজ। সেই টাইয়ের শেষে তাঁকে বিদায়ী সংবর্ধনা জানাবে সর্বভারতীয় টেনিস সংস্থা। তারপর দায়িত্ব নেবেন মহেশ।
আজ পরবর্তী নন-প্লেয়িং ক্যাপ্টেন হিসেবে মহেশের নাম ঘোষণা করার পর সর্বভারতীয় টেনিস সংস্থার সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় বলেছেন, ‘অমৃতরাজ এই পদ ছাড়তে রাজি ছিলেন না। কেউই পদ ছাড়তে চান না। কিন্তু সবারই অধিনায়ক হওয়ার সুযোগ পাওয়া উচিত। কোনও পদই সবসময় একজনের হয় না। আমি মহেশের সঙ্গে কথা বলেছি। জানতে চেয়েছি, ও এই দায়িত্ব নিতে পারবে কি না। ও হ্যাঁ বলেছে। আনন্দকে একটি টাইয়ের মাধ্যমে বিদায় জানাতে চেয়েছিলাম। সেটাই হতে চলেছে।’
মহেশ নন-প্লেয়িং ক্যাপ্টেন নির্বাচিত হলেও, এ বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি বলেই জানিয়েছেন হিরন্ময়। এমনকী, ডেভিস কাপে দু দশকেরও বেশি সময় ধরে ভারতের ভারতের ভরসা লিয়েন্ডার পেজের সঙ্গেও আলোচনা করা হয়নি। লিয়েন্ডারের সঙ্গে মহেশের বিবাদ দল গঠনে এবং পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। যদিও হিরন্ময় লিয়েন্ডার ও মহেশের ঝামেলা মিটিয়ে নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।
তবে মহেশ নন-প্লেয়িং ক্যাপ্টেন হওয়ার দিনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টাইয়ের দল থেকে বাদ পড়লেন তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত রোহন বোপান্না। ডাবলসে লিয়েন্ডারের সঙ্গে খেলবেন সাকেত মিনেনি। দলে ফিরছেন য়ুকি ভামব্রি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement